ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে রিপন

ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজ সফরে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ। সেখানে সুযোগ পেলেন ২১ বছর বয়সী ডানহাতি পেসার রিপন মণ্ডল। গত বছর এশিয়ান গেমসে এই সংস্করণে তিনটি ম্যাচ খেলেছিলেন তিনি। তবে বাংলাদেশের মূল জাতীয় দলে এবারই প্রথম ডাক মিলল তার।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘোষিত স্কোয়াডে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। এখনও চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় নেই নিয়মিত দলনেতা নাজমুল হোসেন শান্ত। বিভিন্ন কারণে গত অক্টোবরে ভারত সফরে টাইগারদের সবশেষ টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড থেকে আনা হয়েছে মোট ছয়টি পরিবর্তন।

লিটন এখন পর্যন্ত কেবল একবারই টি-টোয়েন্টিতে বাংলাদেশকে নেতৃত্বে দিয়েছেন। ২০২১ সালে অকল্যান্ডে অনুষ্ঠিত ওই ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬৫ রানে হেরে গিয়েছিল সফরকারীরা। লিটন পান গোল্ডেন ডাকের তিক্ত স্বাদ।

টেস্ট ও ওয়ানডের পর ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারছেন না শান্ত। তার মতোই চোটে থাকায় রাখা হয়নি ডানহাতি ব্যাটার তাওহিদ হৃদয়। এই সংস্করণ থেকে অবসরে যাওয়ায় অবধারিতভাবেই নেই অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। পারিবারিক কারণে চলমান সফর থেকে ছুটি নিয়েছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। আরেক বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ও বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান বাদ পড়েছেন।

স্কোয়াডে ঢোকা ছয়জন হলেন সৌম্য সরকার, আফিফ হোসেন, শামিম হোসেন পাটোয়ারী, নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও রিপন মণ্ডল। তাদের মধ্যে দীর্ঘদিন পর ফিরেছেন দুই বাঁহাতি ব্যাটার আফিফ ও শামীম এবং বাঁহাতি স্পিনার নাসুম। তারা তিনজন বাংলাদেশের জার্সিতে সবশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ২০২৩ সালে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু আগামী ১৬ ডিসেম্বর। পরের দুটি ম্যাচ হবে ১৮ ও ২০ ডিসেম্বর। সবগুলো খেলার ভেন্যু সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড:

লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, শামিম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল।

চোটের কারণে নেই: নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়।

অবসরে গেছেন: মাহমুদউল্লাহ রিয়াদ।

রাখা হয়নি: শরিফুল ইসলাম, রাকিবুল হাসান।

ছুটি নিয়েছেন: মোস্তাফিজুর রহমান।

দলে ঢুকেছেন: সৌম্য সরকার, আফিফ হোসেন, শামিম হোসেন পাটোয়ারী, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, রিপন মণ্ডল।

Comments

The Daily Star  | English

US halts new student visa interviews

The State Department prepares to expand social media vetting of foreign students.

8h ago