অপরিবর্তিত একাদশ নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রথম দুই ওয়ানডে দুই দলই একটি করে জিতে নেওয়ায় তৃতীয় ম্যাচটি তৈরি হয়েছে সিরিজ নির্ধারণী ম্যাচে। আর সেই ম্যাচে টস ভাগ্য পাশে পেলেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের অধিনায়ক বেছে নিলেন আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত।
বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামছে দুই দল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু দুপুর ১টা ৩০ মিনিটে।
এই ম্যাচে কোনো পরিবর্তন করেনি বাংলাদেশ। অর্থাৎ দ্বিতীয় ওয়ানডেতে খেলা একাদশ নিয়েই মাঠে নেমেছে টাইগাররা। যথারীতি একাদশে একমাত্র বিশেষজ্ঞ পেসার তাই মোস্তাফিজুর রহমান। তবে তার সঙ্গে দরকার হলে পেস বোলিং করতে পারেন সৌম্য সরকার। পার্ট-টাইম স্পিনার সাইফ হাসানকে নিয়ে একাদশে রয়েছে পাঁচ স্পিনার।
বাংলাদেশের মতো নিজেদের একাদশে কোনো পরিবর্তন আনেনি ওয়েস্ট ইন্ডিজও। তাদের একাদশেও চার স্পিনার। আকিল হোসেন, রোস্টন চেইস, খ্যারি পিয়েরে ও গুডাকেশ মোটির সঙ্গে অবশ্য আগের দিনের সারপ্রাইজ প্যাক আলিক আথানেজ রয়েছে হাত ঘোরাতে। পেস বিভাগ সামলানোর দায়িত্ব দুই অলরাউন্ডার জাস্টিন গ্রিভস ও শেরফেন রাদারফোর্ডের ওপর।
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শেই হোপ (অধিনায়ক), ব্র্যান্ডন কিং, আলিক আথানেজ, আকিম অগাস্ট, কেসি কার্টি, রোস্টন চেইস, জাস্টিন গ্রিভস, গুডাকেশ মোটি, খ্যারি পিয়ের, শেরফেন রাদারফোর্ড ও আকিল হোসেন।


Comments