আইসিসির বর্ষসেরা টেস্ট একাদশে ইংল্যান্ডের চার, ভারতের তিন

ছবি: সংগৃহীত

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা না পেলেও বর্ষসেরা টেস্ট একাদশে রয়েছে ইংল্যান্ড ও ভারতের ক্রিকেটারদের ছড়াছড়ি। এবারের চক্রের ফাইনালে ওঠা দুই দলের মধ্যে অস্ট্রেলিয়ার একজন জায়গা পেলেও দক্ষিণ আফ্রিকার কেউ নেই।

শুক্রবার নিজেদের ওয়েবসাইটে ২০২৪ সালের সেরা টেস্ট দল প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেখানে সর্বোচ্চ চার ক্রিকেটার আছেন ইংল্যান্ড থেকে। ভারতের তিনজন সুযোগ পেয়েছেন। দুই খেলোয়াড় রয়েছেন নিউজিল্যান্ডের। অস্ট্রেলিয়ার পাশাপাশি একজনকে রাখা হয়েছে শ্রীলঙ্কা থেকে। দক্ষিণ আফ্রিকার সঙ্গে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের কারও স্থান হয়নি।

ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন ভারতের তরুণ যশস্বী জয়সওয়াল। গত বছর টেস্টে তিনি ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ৫৪.৭৪ গড়ে ১৪৭৮ রান করেন। ওপেনিংয়ে তার সঙ্গী ইংল্যান্ডের আগ্রাসী ব্যাটার বেন ডাকেট। ৩৭.০৬ গড়ে তার ব্যাট থেকে আসে ১১৪৯ রান। এই সংস্করণে ২০২৪ সালের সেরা রান সংগ্রাহকদের তালিকায় তার অবস্থান ছিল তিনে।

টপ অর্ডারের আরেকজন হলেন কেইন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার গত বছর সাদা পোশাকে ৫৯.৫৮ গড়ে করেন ১০১৩ রান। তিনি ছিলেন ষষ্ঠ শীর্ষ রান সংগ্রাহক।

মিডল অর্ডারে অনুমিতভাবেই রয়েছেন জো রুট। ২০২৪ সালে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ইংল্যান্ডের অভিজ্ঞ তারকা। ৫৫.৫৭ গড়ে ১৫৫৬ রান করেন তিনি। রুটের জাতীয় দলের সতীর্থ হ্যারি ব্রুক আছেন বর্ষসেরা একাদশে। গত বছর লাল বলের ক্রিকেটে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তরুণ আক্রমণাত্মক ব্যাটার। ৫৫ গড়ে তার ব্যাট থেকে আসে ১১০০ রান।

জায়গা পেয়েছেন শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস। ২০২৪ সালে টেস্টে ৭৪.৯২ গড়ে ১০৪৯ রান করেন। রান সংগ্রাহকদের তালিকায় তার অবস্থান ছিল পাঁচ নম্বরে। উইকেটরক্ষক হিসেবে রাখা হয়েছে ইংল্যান্ডের জেমি স্মিথকে। তিনি গত বছর সাদা পোশাকে ৪২.৪৬ গড়ে করেন ৬৩৭ রান।

স্পিন অলরাউন্ডার হিসেবে আছেন ভারতের অভিজ্ঞ রবীন্দ্র জাদেজা। তিনি ২০২৪ সালে ব্যাট হাতে ২৯.২৭ গড়ে ৫২৭ রান করেন, বল হাতে নেন ২৪.২৯ গড়ে ৪৮ উইকেট। অধিনায়ক বেছে নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার তারকা পেসার প্যাট কামিন্সকে। গত বছর ২৪.০২ গড়ে ৩৭ উইকেট নেওয়ার পাশাপাশি ২৩.৫৩ গড়ে ৩০৬ রান করেন তিনি।

নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি গত বছর লাল বলের ক্রিকেটে ১৮.৫৮ গড়ে পান ৪৮ উইকেট। জাদেজার সঙ্গে যৌথভাবে চতুর্থ সেরা উইকেটশিকারি ছিলেন তিনি। অনুমিতভাবেই বর্ষসেরা একাদশে রাখা হয়েছে ভারতের অভিজ্ঞ পেসার জাসপ্রিত বুমরাহকে। ২০২৪ সালে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনি। ১৪.৯২ গড়ে তার নামের পাশে ছিল ৭১ উইকেট।

আইসিসির বর্ষসেরা টেস্ট একাদশ:

যশস্বী জয়সওয়াল (ভারত), বেন ডাকেট (ইংল্যান্ড), কেইন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), জো রুট (ইংল্যান্ড), হ্যারি ব্রুক (ইংল্যান্ড), কামিন্দু মেন্ডিস (শ্রীলঙ্কা), জেমি স্মিথ (উইকেটরক্ষক, ইংল্যান্ড), রবীন্দ্র জাদেজা (ভারত), প্যাট কামিন্স (অধিনায়ক, অস্ট্রেলিয়া), ম্যাট হেনরি (নিউজিল্যান্ড), জাসপ্রিত বুমরাহ (ভারত)।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

17h ago