ঘোষিত হলো পিএসএলের সূচি, উদ্বোধনী ম্যাচ ইসলামাবাদ-লাহোরের

ছবি: টুইটার

আসন্ন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হলো। আগামী ১১ এপ্রিল শুরু হবে টুর্নামেন্টের দশম আসর। ৩৪ ম্যাচের ফ্র‍্যাঞ্চাইজি লিগটি চলবে ১৮ মে পর্যন্ত। এবার পিএসএলের পুরো আসর মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সময়।

এর আগে সাধারণত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের আগে মাঠে গড়িয়েছে পিএসএল। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। সেকারণে অন্যবারের মতো ফেব্রুয়ারি-মার্চে পিএসএল আয়োজন করতে পারছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইপিএলের সঙ্গে পিএসএল পাশাপাশি চলবে, সেটি তাই আগেভাগে জানা গিয়েছিল।

আইপিএল শুরু হবে ২২ মার্চ থেকে। ফাইনাল আয়োজিত হবে ২৫ মে। আইপিএলের ফাইনালের এক সপ্তাহ আগে, অর্থাৎ ১৮ মে নির্ধারণ করা হয়েছে পিএসএলের ফাইনালের তারিখ।

২০২৫ পিএসএলের ম্যাচগুলোর শুরুর নির্দিষ্ট সময় এখনও ঘোষণা করা হয়নি। তবে কেবল তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে দিনে। বাকি সব ম্যাচ চলবে রাতের বেলা। চারটি ভেন্যুতে জমে উঠবে এবারের পিএসএল। সবচেয়ে বেশি ১৩টি ম্যাচের ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। দ্বিতীয় সর্বোচ্চ ১১টি ম্যাচ গড়াবে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে। পাঁচটি করে ম্যাচ আয়োজনের সুযোগ পেয়েছে মুলতান ও করাচি।

রাওয়ালপিন্ডিতে ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্সের ম্যাচ দিয়ে পর্দা উঠবে আসন্ন পিএসএলের। এবারের ফাইনালের ভেন্যু লাহোর। ৬ দলের অংশগ্রহণে এটিই শেষ টুর্নামেন্ট হতে যাচ্ছে। আগামী বছর থেকে দুটি দল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা।

এবারের পিএসএলের ড্রাফট থেকে দল পেয়েছেন বাংলাদেশের তিনজন। তারা হলেন লিটন কুমার দাস (করাচি কিংস), রিশাদ হোসেন (লাহোর কালান্দার্স) ও নাহিদ রানা (পেশোয়ার জালমি)। তবে আগামী এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে বাংলাদেশের। তাই লিটন ও নাহিদের পিএসএলে খেলা নিয়ে অনিশ্চয়তা আছে। এখনও টেস্ট অভিষেক না হওয়া রিশাদ পেতে পারেন অনাপত্তিপত্র।

Comments

The Daily Star  | English

Tarique on his way home

For the BNP, his long‑awaited return symbolises renewal -- a turning point that could reenergise the party's political base

10h ago