আইপিএল

‘রোনালদোর ভক্ত, তার মতন উদযাপন তো করতেই হবে’

Mohammed Siraj

মোহাম্মদ সিরাজকে এরকম উদযাপন করতে দেখা গেছে বহুবার। ঘরোয়া কিংবা আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট পেয়ে ক্রিস্তিয়ানো রোনালদোর চিরচেনা 'Siuuu' উদযাপন করতে দেখা যায়। বুধবার নিজের পুরনো দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দুর্দান্ত বোলিংয়ে তিনবার এই উদযাপন করেন তিনি। পরে জানালেন, নিজের অনুভূতি।

গত বছর পর্যন্ত বেঙ্গালুরুর নিয়মিত মুখ ছিলেন সিরাজ। মেগা নিলামের আগে থাকে ছেড়ে দেয় বেঙ্গালুরু। গুজরাট টাইটান্সে যোগ দিয়ে বেঙ্গালুরুতে গিয়ে বিরাট কোহলিদের প্রতিপক্ষ হয়ে দারুণ পারফরম্যান্স করেন সিরাজ। বেঙ্গালুরুকে ১৬৯ রানে আটকে দিতে ৪ ওভারে ১৯ রানে ৩ উইকেট নেন তিনি। কোহলির ক্যাচ মিস না হলে পেতে পারতেন চার উইকেট।

রান তাড়ায় পরে গুজরাট ৮ উইকেটে সহজেই জেতে। জয়ের পর সিরাজই হন ম্যাচ সেরা।

এদিন উইকেট নিয়ে 'Siuuu' উদযাপনের আগে বুকে আঙুল স্পর্শ করে মাটির দিকে ঈশারা করতে দেখা যায় তাকে। ম্যাচ শেষে জানিয়েছেন পেছনের গল্প, 'এটাতে (বুকে আঙুল স্পর্স) বুঝিয়েছে আমি লড়াইয়ের জন্য আছি।  এরপরই "Siuuu" উদযাপন… রোনালদোর ভক্ত আমি, তার মতো উদযাপন তো করতেই হবে…।'

২০১৮ থেকে ২০২৪, বেঙ্গালুরুর হয়ে সাত মৌসুম খেলেছেন সিরাজ। দলটির অনেক সাফল্য-ব্যর্থতার সঙ্গী তিনি। বেঙ্গালুরুতে খেলেই সিরাজ ঠাঁই পান ভারতের জাতীয় দলে। হয়ে উঠেন আজকের তারকা।

জানালেন এই ম্যাচে নামার আগে বাড়তি আবেগ কাজ করেছে তার, 'একটু  আবেগপ্রবণ ছিলাম, কারণ সাত বছর এখানে খেলেছি, লাল জার্সিতে খেলেছি। এবার অন্যরকম অভিজ্ঞতা… কিছুটা স্নায়ুচাপে ভুগেছি, আবেগও কাজ করেছে। এরপর ফুল অন হয়ে গেছি।'

সাম্প্রতিক সময়ে সিরাজের সময়  ভালো যাচ্ছিলো না। সাদা পোশাকে জাতীয় দলে জায়গা হারিয়েছেন। আবার পুরনো জায়গা ফিরে পেতে নিবিড়ভাবে কাজ করেছেন, যার ফল মিলছে আইপিএল, 'ভুল ধরতে পারছিলাম। এবার বিরতিতে  নিজের ফিটনেস ও বোলিংয়ের ওপর মনোযোগ দিলাম। মানসিকভাবেও সবকিছু খুব ভালো ছিল। গুজরাটে যোগ দেওয়ার পর আশিস (নেহরা) ভাইয়ের সঙ্গে কাজ করেছি। এখন আত্মবিশ্বাস লাগছে।'

Comments

The Daily Star  | English
action against genocide

Act now, enough of silence

Israel is a threat to the civilised world as it breaks every international law, every human value,  all gains of our civilisation, all sense of decency and every norm of tolerance, and respect for others which lies at the root of our civilisation.

14h ago