বাটলারের উত্তরসূরি বেছে নিল ইংল্যান্ড

ছবি: এএফপি

সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর সীমিত ওভারের ক্রিকেটের দুই সংস্করণের নেতৃত্ব ছেড়ে দেন জস বাটলার। সেই শূন্যতা পূরণে নতুন অধিনায়ক বেছে নেওয়া হলো। এখন থেকে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ইংলিশদের দলনেতার ভূমিকায় দেখা যাবে হ্যারি ব্রুককে।

সোমবার এক বিবৃতিতে নতুন অধিনায়ক হিসেবে ২৬ বছর বয়সী ব্যাটারের নাম ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ২০২২ সাল থেকে ব্রুক দেশটির ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নিয়মিত মুখ। আর গত বছর থেকে তিনি দুটি সংস্করণেই সহ-অধিনায়কের দায়িত্ব পালন করে আসছিলেন।

গত সেপ্টেম্বরে বাটলারের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের জার্সিতে নেতৃত্বের অভিষেক হয় ব্রুকের। তখন কৌশলগত সচেতনতা এবং চাপের মুখে শান্ত মনোভাবের জন্য প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এর আগে বয়সভিত্তিক পর্যায়ে অধিনায়কত্ব করেছেন। ২০১৮ সালে অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইংল্যান্ড দলের নেতৃত্বে ছিলেন তিনি।

বড় দায়িত্ব পেয়ে ভীষণ উচ্ছ্বসিত বিস্ফোরক ব্যাটার ব্রুক, 'সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের অধিনায়ক মনোনীত হওয়া সত্যিই সম্মানের। ছোটবেলায় যখন থেকে আমি বার্লি ইন ওয়ার্ফডেল গ্রামে ক্রিকেট খেলেছি, তখন থেকেই স্বপ্ন দেখেছি ইয়র্কশায়ারের (কাউন্টি ক্লাব) প্রতিনিধিত্ব করার, ইংল্যান্ডের হয়ে খেলার এবং একদিন জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার। এবার সেই সুযোগ পাওয়াটা আমার কাছে অনেক বড় কিছু।'

ইংল্যান্ড দলের ব্যবস্থাপনা পরিচালক রব কি বলেছেন, ব্রুককে ঘিরে তাদের প্রত্যাশা অনেক, 'ব্রুক গত কিছুদিন ধরে আমাদের পরবর্তী অধিনায়ক নির্বাচনের পরিকল্পনার অংশ ছিল। যদিও তার জন্য এই সুযোগটি প্রত্যাশার চেয়ে একটু আগে এসেছে। সে কেবল একজন অসাধারণ ক্রিকেটারই নয়, তার ক্রিকেটীয় মস্তিষ্কও চমৎকার। উভয় সংস্করণের দল নিয়ে তার একটি স্পষ্ট দৃষ্টিভঙ্গি রয়েছে। এটি আমাদেরকে আরও আরও সিরিজ, বিশ্বকাপ ও বড় বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট জয়ের দিকে এগিয়ে নিয়ে যাবে।'

বাটলারের উত্তরসূরি হিসেবে ব্রুকের প্রথম অ্যাসাইনমেন্ট হবে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আগামী ২৯ মে থেকে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে দুই দল।

ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ২৪ টেস্ট, ২৬ ওয়ানডে ও ৪৪ টি-টোয়েন্টি খেলেছেন ব্রুক। ওয়ানডেতে ৩৪ গড়ে ও ১০০.৭৪ স্ট্রাইক রেটে তার সংগ্রহ ৮১৬ রান। একটি সেঞ্চুরির সঙ্গে ফিফটি আছে পাঁচটি। টি-টোয়েন্টিতে ২৮.৫০ গড় ও ১৪৬.১৫ স্ট্রাইক রেটে তিনি করেছেন ৭৯৮ রান। হাফসেঞ্চুরির স্বাদ নিয়েছেন চারবার।

২০২২ সালের জুনে ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক হয়েছিলেন উইকেটরক্ষক-ব্যাটার বাটলার। ওই বছর অস্ট্রেলিয়ায় হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জিতেছিল দলটি। কিন্তু সাফল্যের সেই ধারা ক্রমেই নিম্নমুখী হয়ে রূপ নেয় ব্যর্থতায়। ফলে গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফিচলাকালীন নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন বাটলার।

Comments