ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে নিগার-শারমিন-রাবেয়া

নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে দারুণ খেলছেন অধিনায়ক নিগার সুলতানা ও শারমিন আক্তার। তার পুরস্কার র‍্যাঙ্কিংয়ে পেয়েছেন এ দুই তারকা। দারুণ বোলিংয়ে এগিয়েছেন রাবেয়া খানও। র‍্যাঙ্কিংয়ে তিনজনই উঠেছেন ক্যারিয়ার সেরা অবস্থানে।

মঙ্গলবার আইসিসির প্রকাশিত নারী ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে ওয়ানডেতে বড় লাফ দিয়েছেন নিগার। উঠে এসেছেন ১৭ নম্বরে আছেন নিগার। আর শারমিনের অবস্থান ২৯ নম্বরে। নিগারের আগের সেরা র‍্যাঙ্কিং ছিল ৪১তম। আর শারমিন ছিলেন ৩৯ নম্বরে।

গত বৃহস্পতিবার থাইল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়া জয়ের দিনে দারুণ এক সেঞ্চুরি করেন নিগার। ৭৮ বলে খেলেন ১০১ রানের ইনিংস। আর আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেন ৫১ রানের ইনিংস। তাতেই ১৬ ধাপ উন্নতি হয় অধিনায়কের। 

অন্যদিকে থাইল্যান্ড ম্যাচে অপরাজিত ৯৪ রান করেন শারমিন। আয়ারল্যান্ডের বিপক্ষে করেছিলেন ২৪ রান। তাতে তিনি এগিয়েছেন ১১ ধাপ।

আয়ারল্যান্ডের বিপক্ষে রান তাড়ায় ৬৭ রান করা রিতু মনি ১৬ ধাপ এগিয়ে উঠেছেন ৮৮তম স্থানে।

থাইল্যান্ডের বিপক্ষে উইকেটহীন থাকলেও আয়ারল্যান্ড ম্যাচে তিন উইকেট নিয়ে সাত ধাপ এগিয়ে ২৩ নম্বরে আছেন রাবেয়া খান। যা তার ক্যারিয়ার সেরা অবস্থান।

থাইল্যান্ডের বিপক্ষে ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌস সুমনা দুইজনই পেয়েছিলেন ফাইফার। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে ২টি উইকেট নেন ফাহিমা। তাতে তিন ধাপ এগিয়ে ৪৮তম স্থানে উঠে এসেছেন তিনি। সুমনা অবশ্য র‍্যাঙ্কিংয়ের সেরা একশতে ঢুকতে পারেননি।

শেষ দুই ম্যাচে কোনো উইকেট না পেলেও পেসার মারুফা আক্তারে এগিয়েছেন ছয় ধাপ, আছেন ৬০তম স্থানে। বোলারদের মধ্যে বাংলাদেশের সবার উপরে নাহিদা আক্তার দুই ম্যাচে পাননি কোনো উইকেট না পাওয়ায় দুই ধাপ নেমে আছেন দ্বাদশ স্থানে।

Comments

The Daily Star  | English

‘Polls delay risks return of autocracy’

Says Khandaker Mosharraf after meeting with Yunus; reiterates demand for election by Dec

13m ago