ভারত-পাকিস্তান উত্তেজনায় আইপিএলের ম্যাচ স্থানান্তর

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতের কারণে আইপিএলের রোববারের ম্যাচটি ধর্মশালার পরিবর্তে গুজরাটে সরিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাজ্য ক্রিকেট কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

ধর্মশালায় সেদিন মুম্বাই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংসের ম্যাচটি হওয়ার কথা ছিল। কিন্তু ওই অঞ্চলের বিমানবন্দর সাম্প্রতিক সহিংসতার পর বন্ধ হয়ে গেছে। ফলে রোববারের ম্যাচটি এখন আহমেদাবাদে, গুজরাট রাজ্যের রাজধানীতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক অনিল প্যাটেল।

তবে বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্মশালাতেই অনুষ্ঠিত হতে যাওয়া পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ যথাসময়ে অনুষ্ঠিত হবে, এবং পরবর্তী অন্যান্য ম্যাচও নির্ধারিত সময়েই হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, বুধবার ভারত পাকিস্তানের বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে, যার ফলে উত্তর ভারতের একাধিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এই হামলা এমন এক সময় ঘটল, যখন দুই সপ্তাহ আগে কাশ্মীরের ভারতশাসিত অংশে বিদেশি পর্যটকদের ওপর হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছিল ভারত, যদিও ইসলামাবাদ সে অভিযোগ অস্বীকার করেছে।

এরপর থেকেই কাশ্মীর সীমান্তে দু'দেশের মধ্যে গুলি বিনিময় চলছে, এবং পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। ফলে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়ছে। যার প্রভাব ক্রীড়াঙ্গনেও পড়তে শুরু করেছে।

Comments

The Daily Star  | English

Yunus thanks foreign medical teams for treating Milestone crash victims

A delegation of 21 physicians and nurses from Singapore, China, and India met Yunus at Jamuna

6h ago