পাকিস্তান সফরের বিষয়ে সরকারের দিকে তাকিয়ে বিসিবি

ছবি: এএফপি

বাংলাদেশ দলের আসন্ন পাকিস্তান সফর চূড়ান্ত করার আগে সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক অনুমোদন চাইবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি মাসের শেষদিকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের।

নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মঙ্গলবার দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সফরের বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি তাদের পক্ষ থেকে।

পূর্বনির্ধারিত সূচিতে, আগামী ২১ মে পাকিস্তানে পৌঁছানোর কথা ছিল টাইগারদের। এরপর ২৫ মে থেকে ৩ জুনের মধ্যে দুই দল মুখোমুখি হতো পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচে। প্রথম দুটির ভেন্যু ছিল ফয়সালাবাদ ও শেষ তিনটির লাহোর। কিন্তু ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতের কারণে পিএসএলের সূচি পরিবর্তিত হওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি পাল্টাতে হয়েছে।

স্থগিত থাকা পিএসএলের বাকি অংশ নতুন সূচি অনুযায়ী আগামী ১৭ মে পুনরায় শুরু হয়ে ২৫ মে শেষ হবে। অর্থাৎ এটি বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচির সঙ্গে সাংঘর্ষিক। তাই বিসিবিকে এদিন নতুন একটি সফরসূচি পাঠিয়েছে পিসিবি, যেখানে সিরিজটি শুরুর তারিখ হিসেবে আগামী ২৭ মের কথা উল্লেখ করা আছে। গত শনিবার পাকিস্তান ও ভারত যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর পিসিবির তরফ থেকে এই প্রস্তাব এসেছে।

বিসিবির গণমাধ্যম ও যোগাযোগ কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু এই বিষয়ে বলেছেন, 'পিসিবি অনানুষ্ঠানিকভাবে সিরিজের বিষয়ে আমাদের সম্মতি জানতে চেয়েছে। আমরা যখন আনুষ্ঠানিকভাবে তারিখ ও ভেন্যু সম্পর্কে অবগত হব, তখন তা সরকারের কাছে পাঠানো হবে। কারণ বিসিবি এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না।'

তিনি যোগ করেছেন, 'যদি সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো ও আমাদের দূতাবাস ভ্রমণ করার জন্য পাকিস্তানকে নিরাপদ বলে ছাড়পত্র দেয়, তাহলে আমরা এই বিষয়ে অগ্রসর হব। আমাদের আগের আলোচনায় আমরা একমত হয়েছিলাম যে, এই ধরনের যে কোনো পরিস্থিতি হলে অনুমোদনের জন্য পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠানো হবে।'

ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টিকে বিসিবির সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেছেন ইফতেখার। তার মতে, সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজ, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ও পিএসএল সফলভাবে আয়োজন করে পর্যাপ্ত নিরাপত্তা প্রদানের সক্ষমতা দেখিয়েছে পাকিস্তান। তবে সিরিজটির ভেন্যু হিসেবে কোন জায়গাগুলোকে বেছে নেওয়া হবে তা নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আগামীকাল বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হবে। সেখানে তারা স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। ম্যাচগুলো আগামী ১৭ ও ১৯ মে শারজাহতে অনুষ্ঠিত হবে।

Comments

The Daily Star  | English

Khaleda Zia’s janaza held

The namaz-e-janaza of BNP Chairperson Khaleda Zia was held at the South Plaza of the Jatiya Sangsad Bhaban today

7h ago