'আন্তর্জাতিক কোচ হতে চান মাহমুদউল্লাহ ও মুশফিক'

এর মধ্যেই তিন সংস্করণের ক্রিকেট থেকে বিদায় জানিয়েছেন মাহমুদউল্লাহ। মুশফিকুর রহিম টিকে আছেন কেবল টেস্টে। এই সংস্করণেও সময়টা ভালো যাচ্ছে না তার। তাতে এ দুই তারকা ক্রিকেটারের শেষ দেখছেন অনেকেই। তবে খেলোয়াড়ি জীবন শেষে তাদের কোচিংয়ে দেখা যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

আজ রোববার বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) এক অনানুষ্ঠানিক অনুষ্ঠানে যোগ দেন বুলবুল। সেখানেই তিনি জানিয়েছেন, অভিজ্ঞ দুই ক্রিকেটার মুশফিক ও মাহমুদউল্লাহ আন্তর্জাতিক পর্যায়ের কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন। বিসিবি সভাপতির দায়িত্ব গ্রহণের আগেই তাকে জানিয়েছিলেন তারা।

এদিন বিএসজেএর কার্যালয়ে সাবেক ক্রিকেটারদের প্রসঙ্গে বুলবুল বলেন, 'নান্নু ভাই (মিনহাজুল আবেদীন) বাংলাদেশের ইতিহাসের সেরা ব্যাটসম্যানদের একজন। আকরাম (খান) সেরা অধিনায়কদের একজন। লিপু ভাই (গাজী আশরাফ হোসেন), হাবিবুল বাশার—প্রত্যেকেই কিংবদন্তি। তারা আমাদের সবচেয়ে বড় শক্তি। মাঠে তাদের চরিত্র, উইকেট ও ড্রেসিং রুম সংস্কৃতি বোঝার ক্ষমতা—এসবই আমাদের সম্পদ।'

'এ ধরনের "সাবজেক্ট ম্যাটার এক্সপার্টদের" কাছ থেকে আমরা যথাযথভাবে উপকৃত হতে পারি, সেটি নিশ্চিত করতে হবে। তবে এটাও সত্য, যে কেউ ক্রিকেট খেলেছে মানেই সে ভালো প্রশাসক বা কোচ হতে পারবে—এমন নয়। এজন্য আমি যথাযথ প্রস্তুতি ও পরিকল্পনার উদ্যোগ নিচ্ছি," যোগ করেন বুলবুল।

সাবেক ক্রিকেটাররা এখন পর্যন্ত বিসিবিতে কতটা অবদান রাখতে পেরেছেন—এমন প্রশ্নে এসব কথা বলেন বুলবুল। বিসিবিতে একটি কোচিং শিক্ষা কর্মসূচি চালু করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। যেখানে মাহমুদউল্লাহ ও মুশফিকের আগ্রহের বিষয়টিও উঠে আসে।

'আমি জানি না বলা ঠিক হবে কি না, তবে বিসিবিতে যোগ দেওয়ার আগেই মুশফিক ও মাহমুদউল্লাহ আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। তারা আন্তর্জাতিক কোচ হতে চান। এজন্য আমরা বোর্ডের মাধ্যমে কোচিং প্রশিক্ষণ কর্মসূচি চালু করবো,' বলেন বিসিবি সভাপতি।

Comments

The Daily Star  | English

Fire at building in Mirpur’s Kalshi under control

Seven fire engines brought the fire under control at 12:05am today

3h ago