বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট দলে নতুন মুখের ছড়াছড়ি

বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য ১৮ জনের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। তাতে টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা ছয় ক্রিকেটারকে রাখা হয়েছে। এরমধ্যে পাঁচজনই কোন আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। 

রোববার ঘোষিত ১৮ জনের স্কোয়াডে চমক হিসেবে দলে এসেছেন পেস অলরাউন্ডার ইশিতা বিজেসুন্দারা, বাঁহাতি স্পিনার সুনাল দিনুশা, দুই হাতেই বল করতে পারা থারিন্দু রত্নায়েকে,  অফ স্পিনিং অলরাউন্ডার পবন রত্নায়েকে, কিপার ব্যাটার লাহিরু উদারা ও ব্যাটার পাসিন্দু সুরিয়াবান্দারা। এই ছয়জনই আছেন টেস্ট অভিষেকের অপেক্ষায়। এছাড়া আসা মিলান রত্নায়েকের অভিজ্ঞতা কেবল ৪ টেস্টের। লাহিরু উদারা শ্রীলঙ্কার হয়ে এর আগে একটি টি-টোয়েন্টি খেলেছেন।

লঙ্কান স্কোয়াডে অবশ্য অভিজ্ঞতার অভাব নেই। ধনঞ্জয়া ডি সিলভার নেতৃত্বে খেলা দলটিতে আছেন দীনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউসরা। বাংলাদেশের বিপক্ষে গলে প্রথম টেস্ট খেলেই অবশ্য অবসরে যাবেন ম্যাথিউস।

লঙ্কানদের স্পিন আক্রমণে আছেন আকিলা ধনঞ্জয়া ও প্রভাত জয়সুরিয়া। অধিনায়ক ধনঞ্জয়াও করতে পারেন অফ স্পিন। এছাড়া কামিন্দু মেন্ডিস দুই হাতেই বল করার সামর্থ্য রাখেন। স্পিন নির্ভর দলটিতে কাসুন রাজিতা আর আসিতা ফার্নেন্দোর উপর থাকছে পেস আক্রমণের ভার।

১৭ জুন গলে শুরু হবে দুই টেস্টের এই সিরিজ। ২৫ জুন কলম্বোতে হবে দ্বিতীয় টেস্ট। দুই টেস্টই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। 

শ্রীলঙ্কা টেস্ট স্কোয়াড: ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাথুম নিশানকা, ওসাদা ফার্নান্দো, লাহিরু উদারা, দীনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, প্রাসিন্দু সুরিয়াবান্দারা, সুনাল দিনুশা, পবন রত্নায়েকে,থারিন্দু রত্নায়েকে, প্রভাত জয়াসুরিয়া, আকিলা ধনঞ্জয়া, মিলান রত্নায়েকে, আসিতা ফার্নেন্দো, কাসুন রাজিতা, ইসিথা বিজেসুন্দারা।

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

9h ago