কলম্বো টেস্টে মধুর 'সমস্যায়' বাংলাদেশ

দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশ শিবিরে বড় স্বস্তির বিষয় অসুস্থতার কারণে প্রথম ম্যাচ মিস করা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ফিরে এসেছেন দলে। তবে মিরাজের ফেরা যতটা স্বস্তির, ঠিক ততটাই নির্বাচকদের জন্য এক মধুর সংকটও বটে।

বর্তমানে আইসিসি টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয়স্থানে থাকা মিরাজ দলের জন্য দুই বিভাগেই বড় শক্তি। কিন্তু গলে তার বদলি হয়ে খেলতে নামা অফস্পিনার নাঈম হাসান প্রথম টেস্টেই দারুণ পারফর্ম করেছেন। প্রথম ইনিংসে পাঁচ উইকেট সহ নিয়েছেন ৬টি উইকেট।

এমন পরিস্থিতিতে একাদশ সাজানো নিয়ে দ্বিধায় পড়েছেন কোচিং স্টাফরা। প্রধান কোচ ফিল সিমন্স বিষয়টি স্বীকার করে বলেছেন, 'মিরাজ নিঃসন্দেহে বিশ্বমানের, ব্যাটিং-বোলিং দুই বিভাগেই আমাদের শক্তি বাড়ায়। তবে নাঈম গলে অসাধারণ খেলেছে। এমন পারফরম্যান্সের পর কাউকে বাদ দেওয়া কঠিন। তবে সবাই দলীয় প্রয়োজনীয়তা বোঝে। আজকের ট্রেনিংয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেব।'

দুই স্পিনারকে একসঙ্গে খেলাতে হলে সম্ভাব্য সমাধান হতে পারে একজন বিশেষজ্ঞ ব্যাটারকে বাইরে রাখা। সেক্ষেত্রে জাকের আলীকে বাইরে রাখা হতে পারে। তবে এ নিয়ে মুখ খুলতে নারাজ কোচ সিমন্স। ম্যাচের দিনই জানানো হবে চূড়ান্ত একাদশ।

অন্যদিকে স্বাগতিক শ্রীলঙ্কাও রয়েছে দলে কিছু রদবদলের মুখে। গল টেস্টের পর টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউস। তার জায়গায় দলে যুক্ত হয়েছেন তিন নবীন মুখ—পবন রত্নায়েকে, পাসিন্দু সুরিয়াবান্দারা ও সোনাল দিনুশা।

নির্বাচকরা সোনাল দিনুশাকে অভিষেক করানোর কথা ভাবছেন। অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা বলেন, 'সোনাল প্রতিশ্রুতিশীল বাঁহাতি ব্যাটার, আবার বাঁহাতি স্পিনও করতে পারে। কন্ডিশনের কথা মাথায় রেখে ওর মতো খেলোয়াড়কে কাজে লাগানো যায়।'

তবে আরেকটি পরিবর্তন বাধ্যতামূলক লঙ্কানদের জন্য। চোটের কারণে ছিটকে গেছেন মিডিয়াম পেসিং অলরাউন্ডার মিলান রত্নায়েকে। ফলে জায়গা নিয়ে লড়াই হতে পারে পেসার কাসুন রাজিথা ও অফস্পিনার আকিলা ধনাঞ্জয়ার মধ্যে। উল্লেখ্য, আকিলা শেষবার টেস্ট খেলেছেন প্রায় ছয় বছর আগে।

কলম্বোর সিংহলী স্পোর্টস ক্লাব সাধারণত পেসবান্ধব হলেও এবারের পিচ ধীরে ধীরে স্পিনারদের সাহায্য করতে পারে বলেই ধারণা করা হচ্ছে।

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

9h ago