ইনিংস জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ
ব্যাটারদের সৌজন্যে প্রথম ইনিংসেই ৩০১ রানের বিশাল লিড নিয়ে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এরপর বোলারদের সৌজন্যে, বিশেষকরে স্পিনারদের ঘূর্ণিতে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছে টাইগাররা।
বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৫৮৭ রানে ইনিংস ঘোষণা করার পর আয়ারল্যান্ডকে ৮৬ রানে ৫ উইকেটে তুলে নিয়েছে স্বাগতিকরা। ফলে ২১৫ রানের বিশাল লিড নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ এখন পুরোপুরি বাংলাদেশের হাতে।
বাংলাদেশের ব্যাটিং ইনিংস গড়ে ওঠে মাহমুদুল হাসান জয়ের ক্যারিয়ারসেরা ১৭১ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অষ্টম টেস্ট সেঞ্চুরির ওপর ভর করে। জয়ের ১৭১ রান বাংলাদেশের ওপেনার হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। এছাড়া মুমিনুল হক খেলেন ৮২ রানের ইনিংস। সকালে তিনি ও জয় দুজনেই ব্যারি ম্যাকার্থির দারুণ সুইংয়ে পরাস্ত হন।
চতুর্থ উইকেটে শান্ত ও মুশফিকুর রহিমের ৭৯ রানের জুটি ইনিংসকে নতুন গতি দেয়। এরপর লিটন দাসের ঝড়ো ব্যাটিং, যেখানে ৬৬ বলে ৬০ রান (৮ চার, ১ ছয়) বাংলাদেশকে দ্রুত বড় সংগ্রহে পৌঁছে দেয়। শান্ত-লিটন মিলে পঞ্চম উইকেটে ৯৮ রান যোগ করেন ৫.৪৯ রান গড়ে। শেষ পর্যন্ত শান্ত আউট হন অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে সেঞ্চুরির পরপরই।
আয়ারল্যান্ডের তরুণ বাঁহাতি স্পিনার ম্যাথিউ হামফ্রিজ নেন ইনিংসের পাঁচটি উইকেট (৫/১৭০), যা তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় পাঁচ উইকেট শিকার। ম্যাকার্থি নেন দুটি উইকেট, দু'টিই দিনের শুরুতে।
তবে বড় ইনিংসের পর ব্যাট হাতে ব্যর্থ অতিথিরা। ইনিংসের চতুর্থ ওভারেই নাহিদ রানা দুরন্ত ইনসুইংয়ে ক্লিন বোল্ড করেন কেড কারমাইকেলকে (৫)। এরপর কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন পল স্টার্লিং ও হ্যারি টেক্টর। ৪৭ রানের জুটি গড়ে ভালো কিছু ইঙ্গিত দিচ্ছিলেন তারা।
তবে স্টার্লিংকে থামতে হয় এক অদ্ভুত ভুল বোঝাবুঝিতে। রানআউটে কাটা পড়ার আগে করেন ৪৩ রান। তাইজুল ইসলামের এক ডেলিভারিতে স্লিপে বল গেলে দৌড়ে ফেরার আগেই নাজমুল হোসেন শান্তর থ্রোয়ে স্টাম্প ভাঙেন লিটন দাস, আউটের সিদ্ধান্ত আসে টিভি আম্পায়ারের সহায়তায়।
এরপর ২৪ রানের ব্যবধানে আরও তিনটি উইকেট তুলে আইরিশদের চেপে ধরে টাইগাররা। তাইজুলের ঘূর্ণি সামলাতে না পেরে এলবিডব্লিউ হন হ্যারি টেক্টর (১৮)। এরপর হাসান মুরাদের বুদ্ধিদীপ্ত ডেলিভারিতে অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে ক্যাচ দেন কার্টিস ক্যাম্ফার (৫), দুর্দান্ত ডাইভে তা তালুবন্দি করেন সাদমান ইসলাম।
দিনের শেষ দিকে অধিনায়ক শান্তর নেওয়া রিভিউয়ে ফেরেন লর্কান টাকার (৯)। পা বাড়িয়ে খেলতে গিয়ে অফ স্টাম্পের বাইরে থেকে ব্যাট মিস করেন তিনি, বল সরাসরি আঘাত হানে প্যাডে, রিভিউতে স্পষ্ট দেখা যায় বল লেগ স্টাম্পে লাগত। দিন শেষে ৫ উইকেটে ৮৬ রানে সংগ্রামরত আয়ারল্যান্ড এখনো পিছিয়ে ২১৫ রানে। হাতে বাকি মাত্র পাঁচ উইকেট।


Comments