মুশফিককে ছাড়িয়ে শীর্ষে লিটন

বাংলাদেশের টেস্ট ইতিহাসের সবচেয়ে উইকেটকিপার এখন লিটন দাস। কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে অভিজ্ঞ সতীর্থ মুশফিকুর রহিমকে ছাড়িয়ে যান নতুন এই মাইলফলক গড়েছেন তিনি।

গত সপ্তাহে প্রথম টেস্টেই মুশফিকের ১১৩টি ডিসমিসালের রেকর্ড ছুঁয়ে ফেলেছিলেন লিটন। আর দ্বিতীয় টেস্টের শেষ সেশনে দিনেশ চান্দিমালকে উইকেটের পেছনে সহজ ক্যাচে ধরে সেই সংখ্যা ছাড়িয়ে যান তিনি। এটি ছিল লিটনের ১১৪তম ডিসমিসাল—এর মধ্যে ৯৯টি ক্যাচ এবং ১৫টি স্টাম্পিং।

এই কীর্তি গড়তে লিটন খেলেছেন মাত্র ৬৫টি ইনিংস, যেখানে মুশফিকের লেগেছিল ৯৭ ইনিংস।

Comments

The Daily Star  | English

Ocean of mourners gather to pay tribute to Khaleda Zia

Crowds spilled over into surrounding areas, with large gatherings seen in Farmgate, Karwan Bazar and nearby localities

2h ago