২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দলের ১৫টি চূড়ান্ত

ছবি: আইসিসি

ফুটবলে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি ইতিহাস গড়েছে ক্রিকেটেও। প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেয়েছে তারা। তাদের স্মরণীয় অর্জনের দিনে নেদারল্যান্ডসও সুখবর পেয়েছে। তারাও টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে ঠাঁই করে নিয়েছে। ফলে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণকারী ২০ দলের ১৫টি চূড়ান্ত হয়ে গেছে।

আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করবে ক্রিকেটের ২০ ওভারের সংস্করণের বিশ্ব আসরটি।

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র যৌথভাবে হওয়া সবশেষ ২০২৪ সালের আসরের মতো সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলবে ২০ দল। এদের মধ্যে ১২টি দল বিভিন্ন মানদণ্ডে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে। বাকি আটটি দল নির্ধারিত হবে চারটি আঞ্চলিক বাছাইপর্ব থেকে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে তিনটি, আফ্রিকা থেকে দুটি, ইউরোপ থেকে দুটি ও আমেরিকা থেকে একটি দল খেলবে।

ছবি: আইসিসি

আয়োজক হিসেবে সরাসরি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে দুটি দল— ভারত ও শ্রীলঙ্কা। আগের বিশ্বকাপের সুপার এইটে ওঠা দলগুলোও সরাসরি বিশ্বকাপের টিকিট পেয়েছে। ভারত স্বাগতিক হওয়ায় তারা ছাড়া বাকি সাতটি দল এই বিবেচনার অন্তর্ভুক্ত হয়েছে। তারা হলো বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। আইসিসি র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে আরও তিনটি দল সরাসরি বিশ্বকাপের যাত্রী হয়েছে— আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান।

বাছাইপর্ব থেকে সবার আগে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কেটেছে কানাডা। পয়েন্ট তালিকার শীর্ষে থেকে গত জুনে অনুষ্ঠিত আমেরিকা অঞ্চলের বাছাই শেষ করে তারা।

গতকাল ইউরোপ অঞ্চল বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে নেদারল্যান্ডস ও ইতালি। চার ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করে ডাচরা। শেষ ম্যাচে তাদের কাছে ৯ উইকেটে পরাস্ত হওয়া ইতালি হয় দ্বিতীয়। চার ম্যাচে দলটির অর্জন ৫ পয়েন্ট। সমান ম্যাচে সমান পয়েন্ট পেলেও কপাল পোড়ে তৃতীয় স্থান পাওয়া জার্সির। তাদের (+০.৩০৬) চেয়ে নেট রান রেটে এগিয়ে ইতালি (+০.৬১২)।

কানাডা, নেদারল্যান্ডস ও ইতালির মতো বাছাইপর্ব পেরিয়ে আসবে আরও পাঁচটি দল। আফ্রিকা অঞ্চলের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাইপর্ব চলবে ৮ থেকে ১৭ অক্টোবর।

Comments

The Daily Star  | English

Tug-of-war over water lily continues

The Election Commission and National Citizen Party remain locked in a heated debate over the party’s choice of electoral symbol, the water lily -- a dispute that began in June.

6h ago