ইতালির সাবেক কোচকে নিয়োগ দিল বিপাকে থাকা জুভেন্তাস

ছবি: জুভেন্তাস ফেসবুক

ইতালি জাতীয় ফুটবল দলের সাবেক কোচ লুসিয়ানো স্পালেত্তিকে চলতি মৌসুমের শেষ পর্যন্ত প্রধান কোচ হিসেবে নিয়োগ দিল জুভেন্তাস। এর আগে ইতালিয়ান সিরি আর সফলতম ক্লাবটি ইগর টিউডরকে গত ২৭ অক্টোবর কোচের পদ থেকে বরখাস্ত করে।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা আট ম্যাচ জয়হীন ছিলেন ক্রোয়েশিয়ান টিউডর। এর মধ্যে পাঁচটিতে ড্র করেছিল জুভরা, হেরেছিল বাকি তিনটিতে। তার সঙ্গে সম্পর্কচ্ছেদের তিন দিনের মধ্যে স্বদেশি স্পালেত্তির হাতে দায়িত্ব তুলে দিয়েছে দলটি। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে তাদের পক্ষ থেকে।

ইতালির শীর্ষ ফুটবল লিগ সিরি আতে বেকায়দায় আছে শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে থাকা জুভেন্তাস। নয় ম্যাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে রয়েছে। শীর্ষে থাকা বর্তমান চ্যাম্পিয়ন নাপোলি সমান ম্যাচে অর্জন করেছে ২১ পয়েন্ট।

এক বিবৃতিতে তুরিনের বুড়িখ্যাত ক্লাবটি বলেছে, 'লুসিয়ানো স্পালেত্তি জুভেন্তাসের নতুন প্রধান কোচ। তিনি আগামী ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন। আমরা এমন একজন অভিজ্ঞ ও দক্ষ কোচকে বিয়াঙ্কোনেরি (জুভেন্তাসের ডাকনাম) পরিবারে স্বাগত জানাতে পেরে আনন্দিত। জুভেন্তাসে স্বাগত ও শুভকামনা, কোচ!'

টিউডর গত মার্চ মাসে থিয়াগো মোত্তার স্থলাভিষিক্ত হয়েছিলেন। ২০০৬-০৭ মৌসুমে ফরাসি দিদিয়ের দেশমের পর তিনি ছিলেন জুভদের প্রথম বিদেশি কোচ। তার অধীনে গত মৌসুমের সিরি। আতে চতুর্থ হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করে দলটি।

তবে গত সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে জুভেন্তাস হাঁটছে উল্টো পথে। কোনো ম্যাচ জিততে না পারার খেসারত দিয়ে তাই টিউডরকে বরখাস্ত হতে হয়। অন্তর্বর্তীকালীন দায়িত্বে থাকা মাসিমো ব্রামবিলার কোচিংয়ে সবশেষ ম্যাচ জিতে অবশ্য ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছে ক্লাবটি। সিরি আতে গত বুধবার রাতে ঘরের মাঠে উদিনেসেকে ৩-১ গোলে হারায় তারা।

৬৬ বছর বয়সী স্পালেত্তি অভিজ্ঞতায় ভরপুর। ৩০ বছরের বেশি সময় ধরে কোচ হিসেবে কাজ করছেন তিনি। ২০২২-২৩ মৌসুমের সিরি আতে চ্যাম্পিয়ন বানিয়েছিলেন নাপোলিকে। ইতালির সর্বোচ্চ ফুটবল আসরে এটি ছিল ৩৩ বছর পর দলটির প্রথম শিরোপা। দীর্ঘ ক্যারিয়ারে আরও দুই নামী ইতালিয়ান ক্লাব এএস রোমা ও ইন্টার মিলানের পাশাপাশি রাশিয়ান ক্লাব জেনিট সেন্ট পিটার্সবার্গের কোচ ছিলেন তিনি।

২০২৩ সালে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন স্পালেত্তি। তবে দুই বছরও টিকতে পারেননি। গত দুটি বিশ্বকাপে সুযোগ না পাওয়া ইতালি আগামী ২০২৬ সালের আসরের বাছাইপর্বের শুরুতেই হোঁচট খায় নরওয়ের কাছে ৩-০ গোলে হেরে। এমন হতাশাজনক পারফরম্যান্সের পর গত জুনে বরখাস্ত হন স্পালেত্তি।

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

23h ago