টানা ৯ ম্যাচে টস হারলেন লিটন, ফিল্ডিংয়ে বাংলাদেশ

নিয়মিত অধিনায়ক হওয়ার পর টানা নয় খেলে ফেললেন লিটন দাস। এর কোনো ম্যাচেই টস জিতেননি তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের অলিখিত ফাইনালে টস হারলেন তিনি। টস জিতে ব্যাটিং নিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। অর্থাৎ আগে ফিল্ডিং করবে বাংলাদেশ দল।
বুধবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ। এর আগের দুই ম্যাচে একটি করে জয় পেয়েছে দুই দলই।
দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে উড়ন্ত জয় পেলেও সেই উইনিং কম্বিনেশন ধরে রাখেনি বাংলাদেশ। একাদশে পরিবর্তন এসেছে দুইটি। বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ। তার জায়গায় দলে ঢুকেছেন শেখ মেহেদী হাসান। এছাড়া অলরাউন্ডার সাইফউদ্দিনের জায়গায় দলে নেওয়া হয়েছে তানজিম হাসান সাকিব।
বাংলাদেশের মতো দুটি পরিবর্তন রয়েছে স্বাগতিক দলেও। আভিস্কা ফার্নান্দোর জায়গায় অভিজ্ঞ দীনেশ চান্দিমালকে একাদশে নিয়েছে শ্রীলঙ্কা। আর চামিকা করুনারত্নের পরিবর্তে কামিন্দু মেন্ডিসকে একাদশে নিয়েছে দলটি।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস, কুসল পেরেরা, দিনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, মহেশ থিকশানা, জেফরি ভান্ডারসে, বিনুরা ফার্নান্দো ও নুয়ান থুশারা।
Comments