অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলার আলোচনায় বিসিবি

ছবি: সম্পাদিত

আগামী অক্টোবরে আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হতে পারে। সেজন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শুক্রবার দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস।

গত বছরের জুলাইতে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। ভারতের গ্রেটার নয়দায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি। দুই পক্ষের সম্মতিতে অবশ্য টেস্ট ম্যাচ দুটি পরবর্তীতে বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।

তবে পুরো সিরিজটিই শেষমেশ স্থগিত করা হয়েছিল। কারণ বিসিবি অনুভব করেছিল, ওই সময় ভারতের গ্রেটার নয়দার আবহাওয়া আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য উপযুক্ত ছিল না।

নতুন সূচিতে সিরিজটি আয়োজনের পরিকল্পনা নিয়ে নাফিস বলেছেন, 'হ্যাঁ, আফগানিস্তানের সঙ্গে অক্টোবর মাসে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার ব্যাপারে আলোচনা চলছে। এটি আমাদের পূর্ব নির্ধারিত পরিকল্পনার অংশ। আসলে গত বছর যে সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেটিই পুনঃনির্ধারণ করছি আমরা।'

তিনি আরও বলেছেন, 'দুটি টেস্ট পরে অন্য কোনো সময়ে আয়োজন করা হবে। আপাতত আমরা সাদা বলের সিরিজ নিয়েই আলোচনা করছি।'

সিরিজটির ভেন্যুও নির্ধারিত হয়নি। সাবেক ক্রিকেটার নাফিস জানিয়েছেন, আয়োজক বোর্ড হিসেবে ভেন্যু চূড়ান্ত করবে এসিবি।

Comments

The Daily Star  | English

Several dead in explosion at Swiss ski resort town

Explosion took place in a bar called Le Constellation, which is popular with tourists, as revellers rang in the new year

12m ago