ওয়ানডে ভিন্ন সংস্করণ বলেই আশাবাদী আফগানিস্তান

Hasmatullah Shahidi

বাংলাদেশের সঙ্গে খেলা সর্বশেষ চারটা ম্যাচেই হেরেছে আফগানিস্তান। চারটাই অবশ্য ছিলো টি-টোয়েন্টি সংস্করণের। এশিয়া কাপে গ্রুপ পর্বে হারের পর দ্বি-পাক্ষিক সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হন রশিদ খানরা। তবে ওয়ানডে সিরিজের আগে এসব কিছুর প্রভাব থাকবে না বলে মনে করেন তাদের ওয়ানডে অধিনায়ক হাসমতুল্লাহ শহিদি।

গত বছর নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে ২-১ ব্যবধানে জিতেছিলো আফগানিস্তান। পরে জিম্বাবুয়ের বিপক্ষেও জেতে তারা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও হারিয়ে দেয় ইংল্যান্ডকে।

অন্য দিকে এশিয়া কাপ ছাড়া টি-টোয়েন্টিতে বাংলাদেশ ভালো খেললেও ওয়ানডের সাম্প্রতিক অবস্থা বেশ খারাপ। মেহেদী হাসান মিরাজরা আফগানিস্তানের পর সিরিজ হারেন ওয়েস্ট ইন্ডিজের কাছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল হয় ব্যর্থ। এরপর শ্রীলঙ্কা সফরেও ওয়ানডে সিরিজে পরাজিত হয় বাংলাদেশ দল।

এমন ভালো-মন্দ মেশানো বাস্তবতার মাঝে নিজেদের সেরাটা নিংড়ে ফল বের করতে চান আফগান অধিনায়ক,  'আমার মনে হয় যে দল ভালো ক্রিকেট খেলবে তারাই জিতবে। আফগানিস্তানের অধিনায়ক হিসেবে বলতে পারি না বাংলাদেশ জিতবে, আমাদের বিশ্বাস আছে জেতার। আমরা ওয়ানডে সিরিজে ভালো ক্রিকেট খেলব, কঠিন লড়াই করব। খেলাগুলো উপভোগ করব। নিজেদের শতভাগ নিংড়ে দিয়ে ভালো ফল বের করব।'

'আমি আমার দল নিয়ে পুরোপুরি আত্মবিশ্বাসী। টি-টোয়েন্টি আলাদা সংস্করণ, ওয়ানডে ভিন্ন। এই ফরম্যাটে আমরা সম্প্রতি বেশ ভালো ক্রিকেট খেলেছি। প্রথম ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী আমি। প্রথম ম্যাচে জিতে ছন্দটা পুরো সিরিজে রাখতে চাইব।'

বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম ওয়ানডে।

Comments

The Daily Star  | English

Can economy turn around in 2026?

A full economic turnaround may take time, as any new government will need time to implement policies

14h ago