ভিসা জটিলতায় আফগানিস্তানের বিপক্ষে সৌম্যর খেলা নিয়ে অনিশ্চয়তা
এশিয়া কাপ ব্যর্থতার রেশ না কাটতেই সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। এশিয়া কাপের পর তাই দেশে ফেরা হয়নি ক্রিকেটারদের। চোটে পড়ে ছিটকে যাওয়া অধিনায়ক লিটন দাসের জায়গায় দলে ডাক পেয়েছিলেন সৌম্য সরকার, কিন্তু ভিসা জটিলতায় তার আমিরাত যাত্রা পিছিয়ে যাচ্ছে।
আফগানদের বিপক্ষে ২, ৩ ও ৫ অক্টোবর শারজায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। তবে সিরিজের দুদিন আগেও সৌম্য ভিসা পাননি। ফ্লাইটে উঠার অপেক্ষা তাই তার বাড়ছে।
বিসিবি আশা করেছিল সৌম্য আজই ভিসা পেয়ে যাবেন, কিন্তু তা হয়নি। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, 'তার ভিসা এখনও আসেনি। আমরা আশা করেছিলাম আজই চলে আসবে, কিন্তু এখন সময় লাগবে। ভিসা পাওয়ার ওপর নির্ভর করছে, তাই আমরা বলতে পারছি না যে তিনি প্রথম ম্যাচে খেলতে পারবেন কিনা।'
ভিসা না পাওয়ায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজে বাঁহাতি ব্যাটারের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
এদিকে পিঠের পেছনের দিকে টান পড়ে এশিয়া কাপের সুপার ফোরে শেষ দুই ম্যাচ না খেলা লিটন ছিটকে গেলেও এখন দুবাইতে আছেন। ১ অক্টোবর তার দেশে ফিরে আসার কথা। ফেসবুকে এক পোস্টে এশিয়া কাপে দলের ব্যর্থতার জন্য সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।
টি-টোয়েন্টির পর আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজও খেলবে বাংলাদেশ। ৮, ১১ ও ১৪ অক্টোবর ম্যাচগুলো হবে আবুধাবিতে।


Comments