আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় পূজারার

অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের অন্যতম নির্ভরযোগ্য টেস্ট ব্যাটার চেতেশ্বর পূজারা। ৩৭ বছর বয়সী এই ব্যাটার মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টের মাধ্যমে সব ধরণের ভারতীয় ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন।

পূর্ণ আবেগে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লেখেন, 'ভারতের জার্সি গায়ে চাপানো, জাতীয় সঙ্গীত গাওয়া আর প্রতিবার মাঠে নেমে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করা, এগুলো ভাষায় প্রকাশ করা কঠিন। তবে যেমনটা বলা হয়, সব ভালো কিছুরই শেষ আছে। তাই অশেষ কৃতজ্ঞতা নিয়ে আমি ভারতীয় ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি।'

২০১০ সালে অভিষেক হওয়া পূজারা ভারতের হয়ে খেলেছেন ১০৩ টেস্ট ও ৫ ওয়ানডে। টেস্টে তার সংগ্রহ ৭,১৯৫ রান, গড় ৪৩.৬০, যার মধ্যে রয়েছে ১৯টি সেঞ্চুরি ও ৩৫টি অর্ধশতক। এক দশকেরও বেশি সময় ভারতের টেস্ট দলের তিন নম্বর পজিশনের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার ছিলেন তিনি।

দেশের মাটিতে হোক বা বিদেশে, অসংখ্য ঐতিহাসিক টেস্ট জয়ে ছাপ রেখে গেছে পূজারার ব্যাট। ভারতের হয়ে তার শেষ ম্যাচ ছিল ২০২৩ সালের জুনে ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল।

Comments

The Daily Star  | English

‘This fire wasn’t an accident’: Small business owner’s big dreams destroyed

Once a garment worker, now an entrepreneur, Beauty had an export order ready

4h ago