বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা আফগানিস্তানের

অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে ছয় ম্যাচের সীমিত ওভারের সিরিজ আয়োজন করবে আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতে এ সিরিজ শুরু হবে এশিয়া কাপের সমাপ্তির (২৮ সেপ্টেম্বর) পরপরই।

ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে সূচি। টি–টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২, ৩ ও ৫ অক্টোবর এবং ওয়ানডে ম্যাচগুলো ৮, ১১ ও ১৪ অক্টোবর। তবে ভেন্যুর নাম এখনো প্রকাশ করেনি আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

ইএসপিএনক্রিকইনফোর খবর অনুযায়ী, এশিয়া কাপ শেষ হওয়ার পর বাংলাদেশ দল সম্ভবত আমিরাতেই থেকে যাবে এই দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য। এশিয়া কাপে বাংলাদেশ ও আফগানিস্তান একই গ্রুপে (গ্রুপ–বি), যেখানে আরও আছে শ্রীলঙ্কা ও হংকং। গ্রুপ পর্বে তারা মুখোমুখি হবে ১৬ সেপ্টেম্বর আবুধাবিতে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে সুপার ফোরে। অন্যদিকে গ্রুপ–এ তে আছে ভারত, ওমান, পাকিস্তান ও স্বাগতিক আমিরাত।

আফগানিস্তান–বাংলাদেশ সিরিজটি মূলত ২০২৪ সালের জুলাইয়ে নির্ধারিত সব ফরম্যাটের সফরের দ্বিতীয় অংশ। সেই সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি–টোয়েন্টি হওয়ার কথা ছিল। তবে আবহাওয়া ও বাংলাদেশের ব্যস্ত সূচির কারণে তা স্থগিত হয়ে যায় এবং কেবল সাদা বলের ম্যাচগুলো অক্টোবরের নতুন সূচিতে অন্তর্ভুক্ত করা হয়। মূলত এ ম্যাচগুলো হওয়ার কথা ছিল ভারতের গ্রেটার নয়ডায়।

দুই দলের মধ্যে এখন জমে উঠছে একধরনের প্রতিদ্বন্দ্বিতা। তারা চারটি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলেছে, যেখানে ফল এখন ২–২ সমতায়। বাংলাদেশ জিতেছিল ২০১৬ ও ২০২২ সালে, আর আফগানিস্তান জিতেছে সর্বশেষ দুই সিরিজে (২০২৩ ও ২০২৪)। টি–টোয়েন্টিতেও পাল্লা সমান: আফগানিস্তান জিতেছিল ২০১৮ সালে, বাংলাদেশ ২০২৩ সালে, আর ২০২২ সালের সিরিজ হয়েছিল ড্র।

Comments

The Daily Star  | English

Several dead in explosion at Swiss ski resort town

Explosion took place in a bar called Le Constellation, which is popular with tourists, as revellers rang in the new year

12m ago