বিসিবির পরিচালক হলেন যারা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অনুমিতভাবেই যাদের নিয়ে আলোচনা ছিল, তারাই পরিচালক পদে নির্বাচিত হয়েছেন।

সোমবার রাজধানীর পাঁচ তারকা হোটেল সোনারগাঁওতে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।

জেলা ও বিভাগীয় ক্যাটাগরিতে থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম। ঢাকা বিভাগ থেকে তাদের প্রতিদ্বন্দ্বী এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান আগের দিন সরে যাওয়ায় তাদের জয় নিয়ে সংশয় ছিল না। বুলবুল ও ফাহিম দুজনেই ১৫টি করে ভোট পেয়েছেন।

বিভাগীয় ক্যাটাগরি থেকে নির্বাচিত হওয়া বাকিরা হলেন মোখলেসুর রহমান (রাজশাহী) ও হাসানুজ্জামান (রংপুর)।

এই ক্যাটাগরি থেকে ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যান আহসান ইকবাল চৌধুরী, আসিফ আকবর (চট্টগ্রাম), আব্দুর রাজ্জাক, জুলফিকার আলী খান (খুলনা), রাহাত শামস (সিলেট) ও শাখাওয়াৎ হোসেন (বরিশাল)।

ভীষণ আলোচিত ক্লাব ক্যাটাগরির নির্বাচনও হয়েছে একপেশে। তামিম ইকবালের নেতৃত্বে বিএনপিপন্থীরা নাম প্রত্যাহার করে নেওয়ায় ছিল না কোনো উত্তেজনা। নির্বাচনে আনুষ্ঠানিকভাবে ছিলেন ১৭ জন। এর মধ্যে তিনজন একদিন আগেই সরে যান। অর্থাৎ সম্ভাবনায় ছিলেন ১৪ জন, অনুমিতভাবেই বেরিয়ে এসেছেন ১২ জন।

এই ক্যাটাগরিতে ৭৬ জন ভোটারের মধ্যে ৪২ জন ভোট দিয়েছেন, যাদের ৩৫ জনই সরাসরি না এসে ই-মেইলে ভোট দিয়েছেন।

এই ক্যাটাগরি থেকে পরিচালক হিসেবে নির্বাচিতরা হলেন ইশতিয়াক সাদেক (৪২ ভোট), আদনান রহমান দিপন (৪০ ভোট), আবুল বাশার (৪০ ভোট), আমজাদ হোসেন (৪০ ভোট), শাহনিয়ান তানিন (৪২ ভোট), মকসেদুল কামাল (৪১ ভোট), ফয়াজুর রহমান (৪২ ভোট), এম নাজমুল ইসলাম (৩৭ ভোট), ফারুক আহমেদ (৪২ ভোট), মঞ্জুর আলম (৩৯ ভোট), মেহরাব আলম চৌধুরী (৪১ ভোট) ও ইফতেখার রহমান মিঠু (৩৪ ভোট)।

এছাড়া, ক্যাটাগরি 'সি' থেকে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। ৪৫ ভোটের মধ্যে ৩৫ ভোট পেয়েছেন তিনি। তিনি হারিয়েছেন দেবব্রত পালকে, যিনি পেয়েছেন ৭ ভোট।

এর বাইরে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে দুজনকে পরিচালক হিসেবে মনোনয়ন করা হয়েছে। তারা হলেন ইশফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

18h ago