বোলিংয়ে ৮৭ ধাপ এগোলেন নাসুম, ব্যাটিংয়ে সাইফের ১৭ ধাপ উন্নতি

ছবি: এএফপি

শারজাহতে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। ওই সিরিজে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে র‍্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন বেশ কয়েকজন টাইগার খেলোয়াড়। সবচেয়ে বেশি উন্নতি হয়েছে সিরিজসেরার পুরস্কারজয়ী বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের।

বুধবার যথারীতি ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। ৮৭ ধাপ এগিয়ে টি-টোয়েন্টি বোলারদের তালিকায় সেরা একশতে ঢুকেছেন নাসুম। ৫২৫ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আছেন ৪৪ নম্বরে। আফগানদের বিপক্ষে তিন ম্যাচে তার শিকার ছিল ৫ উইকেট।

সিরিজের শেষ ম্যাচে ঝড়ো ফিফটি হাঁকিয়ে ৩৮ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেন সাইফ হাসান। ছন্দে থাকা ডানহাতি টপ অর্ডার ব্যাটার এগিয়েছেন ১৭ ধাপ। ফলে ক্যারিয়ারসেরা ১৮তম স্থানে উঠে এসেছেন তিনি। তার রেটিং পয়েন্ট ৬২৪, এটিও ক্যারিয়ারসেরা। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সাইফ এখন সবার উপরে।

বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম ছয় ধাপ এগিয়ে আছেন ৩৭ নম্বরে। চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে যাওয়া লিটন দাস পিছিয়েছেন দুই ধাপ। তিনি অবস্থান করছেন ৪৩ নম্বরে। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ের সেরা পঞ্চাশে বাংলাদেশের আর আছেন তাওহিদ হৃদয়। দুই ধাপ পিছিয়ে তিনি রয়েছেন যৌথভাবে ৪৬ নম্বরে। তিনিও সবশেষ সিরিজে খেলেননি।

আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনের উন্নতি হয়েছে ১৮ ধাপ। তিনি উঠে এসেছেন ৫৩তম স্থানে। তবে আফগানদের বিপক্ষে অধিনায়কত্ব করা উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিক তিন ধাপ পিছিয়ে নেমে গেছেন ৬২ নম্বরে।

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে সবার উপরে আছেন মোস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসার দ্বাদশ স্থান ধরে রেখেছেন। ডানহাতি পেসার তানজিম হাসান সাকিব নয় ধাপ এগিয়ে ৩৩ নম্বরে উঠেছেন। আরেক বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ২১ ধাপ উন্নতি করে যৌথভাবে ৪৯তম স্থানে রয়েছেন।

শেখ মেহেদী হাসান পাঁচ ধাপ পিছিয়ে ২৪ ও রিশাদ হোসেন চার ধাপ পিছিয়ে ২৫ নম্বরে নেমে গেছেন। চার ধাপ অবনতি হওয়া তাসকিন আহমেদ অবস্থান করছেন ৩৭ নম্বরে। টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে সব মিলিয়ে বাংলাদেশের সাতজন রয়েছেন সেরা পঞ্চাশের মধ্যে।

এই সংস্করণের ব্যাটিং ও বোলিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন যথাক্রমে ভারতের অভিষেক শর্মা ও তার স্বদেশি বরুণ চক্রবর্তী। এক ধাপ এগিয়ে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছেন পাকিস্তান সাইম আইয়ুব। জিম্বাবুয়ের সিকান্দার রাজা নেমে গেছেন দুইয়ে।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

1h ago