ওয়ানডে দলে ফিরলেন নাসুম

ছবি: ফিরোজ আহমেদ

মিরপুরের পরিচিত টার্নিং উইকেট আবারও হাসি ফুটিয়েছে বাংলাদেশের মুখে। প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে স্পিনের ঘূর্ণিতে ফেলে সহজ জয়ে সিরিজে এগিয়ে গেছে মেহেদী হাসান মিরাজের দল। সেই জয়ের ধারা ধরে রাখতে এবং স্পিন আক্রমণকে আরও শক্তিশালী করতে দ্বিতীয় ম্যাচের আগে দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

৩০ বছর বয়সী নাসুম বাংলাদেশের স্পিন আক্রমণের অন্যতম অভিজ্ঞ মুখ। এখন পর্যন্ত ১৮ ওয়ানডেতে ১৬টি উইকেট নিয়েছেন তিনি, গড় ইকোনমি রেট মাত্র ৪.৪৮। তার নিখুঁত লাইন-লেংথ এবং বাঁহাতি ভ্যারিয়েশনে উইকেট নেওয়ার ক্ষমতা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হতে পারে বড় অস্ত্র। সবশেষ তিনি বাংলাদেশের হয়ে ওয়ানডে খেলেছিলেন ২০২৪ সালের ডিসেম্বর মাসে।

বাংলাদেশ দল ব্যবস্থাপনা মনে করছে, মিরপুরের ধীর ও টার্নিং উইকেটে তিন স্পিনার কৌশলটাই হতে পারে সিরিজ জয়ের মূল চাবিকাঠি। মিরাজ, রিশাদ ও তানভিরের সঙ্গে নাসুমকে যুক্ত করে তৈরি হচ্ছে আরও বৈচিত্র্যময় স্পিন ত্রয়ী।

তিন ম্যাচের সিরিজে বর্তমানে বাংলাদেশ এগিয়ে আছে ১-০ ব্যবধানে। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২১ ও ২৩ অক্টোবর। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ দল:

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, নাসুম আহমেদ।

Comments

The Daily Star  | English

15 army officers in custody taken to tribunal amid tight security

The International Crimes Tribunal-1 is set to review the progress of two cases of enforced disappearance

53m ago