বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজ দলে ডাক পেলেন অগাস্ট

বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। চলতি মাসেই সাদা বলের ছয়টি ম্যাচ খেলবে তারা। মিরপুরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৮ অক্টোবর থেকে, এরপর ২৭ অক্টোবর থেকে চট্টগ্রামে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
দুই ফরম্যাটেই অধিনায়ক হিসেবে আছেন শাই হোপ। তার সঙ্গে গুডাকেশ মতি, শারফেইন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড এবং ব্র্যান্ডন কিংদের মতো পরিচিত মুখগুলো থাকছে দুই দলেই।
প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন সাবেক ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ অধিনায়ক আকিম অগাস্ট। তবে অভিজ্ঞ ওপেনার এভিন লুইস চোটের কারণে এই সফরে অংশ নিচ্ছেন না, কবজির ইনজুরি থেকে তিনি এখনও সেরে উঠছেন।
আগামী বছরের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই দেখা হচ্ছে এই সিরিজকে। ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামি বলেন,
'আমরা এমন একটি দল গঠন করেছি, যারা জয়ের মানসিকতা ধরে রাখতে এবং শক্ত দলীয় সংহতি বজায় রাখতে পারবে। দীর্ঘমেয়াদে সফলতার জন্য এই দুটি বিষয়ই সবচেয়ে জরুরি।'
'বাংলাদেশের বিপক্ষে এই সিরিজ আমাদের জন্য দারুণ সুযোগ দেবে গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জনের, যা বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে সহায়ক হবে,' যোগ করেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল:
শাই হোপ (অধিনায়ক), অ্যালিক আতানাজে, আকিম অগাস্ট, জেদিয়া ব্লেডস, কেসি কার্টি, রস্টন চেজ, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মতি, খারি পিয়ার, শারফেইন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড।
ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল:
শাই হোপ (অধিনায়ক), অ্যালিক আতানাজে, আকিম অগাস্ট, রস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেইন, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মতি, রোভম্যান পাওয়েল, শারফেইন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড, র্যামন সিমন্ডস।
সিরিজ সূচি:
প্রথম ওয়ানডে – ১৮ অক্টোবর, মিরপুর, ঢাকা
দ্বিতীয় ওয়ানডে – ২১ অক্টোবর, মিরপুর, ঢাকা
তৃতীয় ওয়ানডে – ২৩ অক্টোবর, মিরপুর, ঢাকা
প্রথম টি-টোয়েন্টি – ২৭ অক্টোবর, চট্টগ্রাম
দ্বিতীয় টি-টোয়েন্টি – ২৯ অক্টোবর, চট্টগ্রাম
তৃতীয় টি-টোয়েন্টি – ৩১ অক্টোবর, চট্টগ্রাম
Comments