নিয়মরক্ষার শেষ ম্যাচে কি তবে জ্বলে উঠবেন ব্যাটাররা?

Tawhid Hridoy
আউট হয়ে ফিরছেন তাওহিদ হৃদয়। ফাইল ছবি

প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ আগেই খুইয়ে ফেলেছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচটি তাই নিয়মরক্ষার। নিয়মরক্ষার ম্যাচ হলেও র‍্যাঙ্কিংয়ের রেটিং পয়েন্ট কিছুটা বাড়ানোর সুযোগ আছে, তারচেয়ে জরুরি ব্যাটারদের ছন্দে ফেরা। ব্যাটাররা রান পেলে আত্মসম্মান রক্ষার লড়াইয়ে অন্তত স্বান্তনা পেতে পারে দল।

আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে শেষ ম্যাচ। এই ম্যাচেও টাইগার ব্যাটারদের আতঙ্কের কারণ হতে পারেন লেগ স্পিনার রশিদ খান।  'আমার মনে হয় তারা রশিদের বল নয়, রশিদের নামকে খেলছে।'  দ্বিতীয় ম্যাচে ৮১ রানে হারের পর বাংলাদেশ স্পিন কোচ মুশতাক আহমেদ এমন মন্তব্যই করেছিলেন। সেই ম্যাচেই সিরিজ হাতছাড়া হয় বাংলাদেশের।রশিদের বিপক্ষে মানসিক বাঁধা কিছুটা ভূমিকা রাখতেই পারে, তবে আরও স্পষ্টভাবে বোঝা যায়—বাংলাদেশের ব্যাটাররা এখনো রশিদের গুগলি হাত থেকে পড়েই বুঝতে পারছেন না, কিংবা তা সামাল দেওয়ার বিকল্প উপায়ও খুঁজে পাননি।

২৭ বছর বয়সি এই লেগ-স্পিনার সিরিজের প্রথম দুই ম্যাচে এখন পর্যন্ত ৮ উইকেট নিয়েছেন, পুরোপুরি কাজে লাগিয়েছেন বাংলাদেশের ডানহাতি ব্যাটার-ভরা মিডল অর্ডারকে।

টিম ম্যানেজমেন্টের সামনে বিকল্প রয়েছে—মিডল অর্ডারে বাঁহাতি ব্যাটার শামীম হোসেনকে এনে রশিদের রিস্ট স্পিনের মোকাবিলা করার সুযোগ তৈরি করা। তবে টিম ম্যানেজমেন্ট সেটা করবে কিনা, সেটি এখনো অনিশ্চিত।

অন্যদিকে, টপ অর্ডারও স্বস্তিতে নেই। আজমাতুল্লাহ ওমরজাই দুই ম্যাচে ৬ উইকেট তুলে নিয়েছেন, তার বলের বিরুদ্ধেও ব্যাটাররা দিশেহারা। তানজিদ হাসান তামিম প্রতি ম্যাচেই ব্যর্থ। সাইফ হাসান কিছুটা লড়াইয়ের ইঙ্গিত দিলেও ইনিংস বড় করতে পারেননি। তবে আরও বড় উদ্বেগের নাম নাজমুল হোসেন শান্তর অফ-ফর্ম।

চলতি বছরের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৭৭ রানের ইনিংসের পর, শেষ পাঁচ ইনিংসে শান্তর সর্বোচ্চ রান মাত্র ২৩। তিন নম্বরে ব্যাটিং করা শান্তর ওপরই ইনিংস গড়ার প্রধান দায়িত্ব পড়ে, যা তিনি সাম্প্রতিককালে পূরণ করতে পারছেন না।

মিডল অর্ডারে তাওহিদ হৃদয় ও অধিনায়ক মেহেদি হাসান মিরাজও এখনো প্রভাব ফেলতে পারেননি। দুজনই স্ট্রাইক রোটেট না করায় প্রায়ই স্কোরবোর্ডের চাপ বাড়িয়েছেন।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ এখন টানা তিনটি ওডিআই সিরিজ হেরেছে। মিরাজের অধিনায়কত্বের সূচনা-পর্বও খুব একটা উজ্জ্বল নয়—শান্তর কাছ থেকে দায়িত্ব নেওয়ার পর থেকে টানা দুটি সিরিজ হারতে হয়েছে তাকে।

২০২৭ বিশ্বকাপের যোগ্যতা অর্জনের হিসাব যখন সামনে চলে এসেছে, টাইগারদের জন্য এখন শুধু আফগান চ্যালেঞ্জের জবাব দেওয়াই নয়, বরং নিজেদের ওডিআই ক্রিকেটের পদ্ধতিতেও নতুন দৃষ্টিভঙ্গি খুঁজে বের করা জরুরি হয়ে পড়েছে।

Comments