দুই পরিবর্তন নিয়ে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আফাগিনিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টয়েন্টি ম্যাচে টস জিতে নিয়েছেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী অনিক। আফগান দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। অর্থাৎ আগে ফিল্ডিং করবে টাইগাররা। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।
সিরিজে এগিয়ে যাওয়ার মিশনে বাংলাদেশ দলের একাদশে পরিবর্তন এসেছে দুটি। দুই পেসার তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবের জায়গায় একাদশে ঢুকেছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম।
অন্যদিকে, দুটি পরিবর্তন আছে আফগানদের একাদশেও। মোহাম্মদ ইশাক ও শারাফুদ্দিন আশরাফকে বাদ দিয়েছে তারা। তাদের জায়গায় একাদশে ঢুকেছেন মুজিব উর রহমান ও আবদুল্লাহ আহমেদজাই।
সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ফলে এই ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। অন্যদিকে আফগানিস্তানের জন্য ম্যাচটি টিকে থাকার মিশন।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলি অনিক (অধিনায়ক), নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অতল, দারবিশ রাসুলি, আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান (অধিনায়ক), মোহাম্মদ নবি, নুর আহমেদ, ফরিদ আহমেদ, মুজিব উর রহমান, আবদুল্লাহ আহমেদজাই।
Comments