টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, বাদ জাকের

প্রথম দুই ওয়ানডে হেরে সিরিজ খোয়া গেছে আগেই। এখন লড়াইটা হোয়াইটওয়াশ এড়ানোর। আর সেই লড়াইয়ে টস হেরেছেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টস জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি। অর্থাৎ আগে ফিল্ডিং করবে টাইগাররা।
আবুধাবির আবু জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যায় ৬টায় শুরু হবে ম্যাচটি।
হোয়াইটওয়াশ এড়ানোর এই ম্যাচে ৪টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। অফফর্মে থাকা তানজিদ হাসান তামিম ও জাকের আলী অনিককে বাদ দিয়েছে তারা। তাদ্দের সঙ্গে দুই পেসার তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমানকে নেয়নি দলটি। তাদের জায়গায় একাদশে ঢুকেছেন মোহাম্মদ নাঈম শেখ, শামিম হোসেন পাটোয়ারি, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
অন্যদিকে আফগানদের একাদশে একটি পরিবর্তন অনুমিতই ছিল। চোটের কারণে ছিটকে গেছেন রহমত শাহ। তার জায়গায় এসেছেন ইকরাম আলীখিল। এছাড়া বশির আহমেদের পরিবর্তে ঢুকেছেন বিলাল সামি।
বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), শামিম হোসেন পাটোয়ারি, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানভির ইসলাম হাসান মাহমুদ, নাহিদ রানা।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, ইকরাম আলীখিল, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নাঙ্গেয়ালিয়া খারোতে, আল্লাহ মোহাম্মদ গজনফর, বিলাল সামি।
Comments