পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল দ. আফ্রিকা

রাওয়ালপিন্ডির সকালটা ছিল প্রতিশ্রুতিময়, কিন্তু পাকিস্তানের আশা গুঁড়ো হয়ে গেল প্রথম ঘণ্টাতেই। ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ল খড়ের ঘরের মতো। ছন্দ ফিরে পাওয়া বাবর আজমকে ফেরাতে মাত্র পাঁচ বল লেগেছিল দক্ষিণ আফ্রিকার। এরপর আরও নয় রানের ব্যবধানে চার উইকেট হারিয়ে পাকিস্তান নিশ্চিত করে নিজেদের পতন।

সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে সমতা ফিরিয়েছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩৮ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। জয়ের জন্য ৬৮ রানের টার্গেট তাড়া করতে দক্ষিণ আফ্রিকার এক সেশনই যথেষ্ট ছিল।

অফ স্পিনার সাইমন হারমার ছয় উইকেট শিকার করে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ১০০০ উইকেট পূর্ণ করেছেন, ইতিহাসে মাত্র চতুর্থ দক্ষিণ আফ্রিকান হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। তার বোলিংয়েই পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ছিন্নভিন্ন হয়ে যায়।

বাবর আজম দিনের দ্বিতীয় বলেই ঘরের মাঠে ২০২২ সালের পর প্রথম অর্ধশতক পূর্ণ করেছিলেন। কিন্তু সেটাই হয়ে রইল তার ইনিংসের শেষ মাইলফলক। তিন বল পরেই একই রকম এক অফ স্পিনারে বল খানিকটা নিচু হয়ে এসে তাকে লেগবিফোর করে দেয়, শুরু হয় পাকিস্তানের ধ্বস।

এরপর রিজওয়ান এগিয়ে এসে হারমারের ফ্লাইটেড বলে ব্যাট-প্যাডে ক্যাচ দেন টনি ডি জর্জির হাতে, হারমারের উইকেট সংখ্যা দাঁড়ায় ৯৯৯। পরের বলেই নোমান আলিকে অফস্টাম্পের বাইরে ফেলা এক নিখুঁত বল ছুঁয়ে যায় ব্যাটের কিনারা, কাইল ভেরেইনের গ্লাভসে জড়ায় বলটি, হারমারের ১০০০তম শিকার সম্পন্ন।

পাকিস্তানের ব্যাটাররা তখন একের পর এক ভুলে ডুবে যাচ্ছেন। রান নেওয়ার চেষ্টায় শাহীন শাহ আফ্রিদি ও আঘা সালমান দুজনেই বিভ্রান্ত হয়ে পড়েন; রায়ান রিকেলটনের সরাসরি থ্রো আঘাত হানে স্টাম্পে, শাহীন ফিরে যান রান আউট হয়ে। ১০৫ রানে ৫ উইকেট থেকে পাকিস্তান মুহূর্তেই ১০৫ রানে ৮ উইকেট।

শেষদিকে আঘা সালমানও বেশিক্ষণ টিকতে পারেননি। মহারাজের বল ব্যাটের ভেতরের কিনারায় লেগে উইকেটে গড়িয়ে যায়। এরপর সাজিদ খান স্টাম্পিংয়ে ধরা পড়েন। পাকিস্তান তখন প্রায় আত্মসমর্পণ করেই বসে।

৬৮ রানের লক্ষ্য তাড়া করতে দক্ষিণ আফ্রিকার ওপেনাররা কাজটা করেন সহজেই। শেষদিকে এইডেন মার্করাম ও ট্রিস্টান স্টাবসকে ফিরিয়ে সামান্য সান্ত্বনা দেন নোমান আলি, কিন্তু তখন জয় থেকে দক্ষিণ আফ্রিকা মাত্র কয়েক রান দূরে। রিকেলটন পরের ওভারেই লং-অফের ওপর দিয়ে ছক্কা হাঁকিয়ে আনেন স্মরণীয় জয়।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

1h ago