আফগানিস্তানের কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রট

আফগানিস্তান ক্রিকেট দলের কোচ হিসেবে জনাথন ট্রটের সময় শেষ হতে চলেছে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর। সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

২০২২ সালের জুলাইয়ে দায়িত্ব নেওয়া সাবেক ইংলিশ আন্তর্জাতিক ক্রিকেটার ট্রটের অধীনে আফগানিস্তান সাম্প্রতিক বছরগুলোতে চমকপ্রদ উন্নতি দেখিয়েছে। তার কোচিংয়ে আফগানরা প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে ২০২৪ সালে। তার আগের বছর ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালের দৌড়ে তারা অল্পের জন্য পিছিয়ে পড়ে।

এসিবির বিবৃতিতে বলা হয়েছে, 'হেড কোচ জোনাথন ট্রটের মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর। এই সিদ্ধান্তটি জাতীয় দলের পরবর্তী ধাপের উন্নয়নকে সামনে রেখে দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে নেওয়া হয়েছে।'

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তান সবাইকে চমকে দিয়েছিল। তারা চ্যাম্পিয়ন ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে টুর্নামেন্টে চারটি জয় পেয়েছিল এবং সেমিফাইনাল থেকে মাত্র দুই পয়েন্ট দূরে ছিল।

এরপর ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও বাংলাদেশকে হারিয়ে ইতিহাস গড়ে প্রথমবারের মতো সেমিফাইনালে ওঠে আফগানিস্তান, যদিও শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত হয়ে বিদায় নিতে হয়।

নিজের মেয়াদের শেষের ঘোষণা দিতে গিয়ে ট্রট বলেন, 'আমরা একসঙ্গে যা অর্জন করেছি, তা নিয়ে আমি গর্বিত। আমি সবসময় আফগান ক্রিকেটের সমর্থক হয়ে থাকব। দলের এবং আফগান জনগণের ভবিষ্যতের জন্য আমি অব্যাহত সাফল্য কামনা করি।'

আগামী টি–টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়, যার ফাইনাল ম্যাচ নির্ধারিত রয়েছে আগামী ৮ মার্চ।

Comments

The Daily Star  | English

Millions mourn

The entire city stood in solemn tribute to Bangladesh’s first female prime minister yesterday.

6h ago