পাকিস্তানের হামলায় নিহত ৩ আফগান ক্রিকেটার

পাকিস্তানের হামলায় স্থানীয় তিন আফগান ক্রিকেটার নিহত হয়েছে বলে জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। যে কারণে আসন্ন মাসে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।
শুক্রবার এসিবির বিবৃতিতে বলা হয়, নিহত খেলোয়াড়রা পূর্ব পাকতিকা প্রদেশের উরগুন থেকে শরানা শহরে গিয়েছিলেন একটি প্রীতি ম্যাচে অংশ নিতে। পাকিস্তান সীমান্তসংলগ্ন এই প্রদেশেই ম্যাচটি অনুষ্ঠিত হয়।
বিবৃতিতে আরও বলা হয়, 'উরগুনে ফিরে আসার পর স্থানীয় একটি সমাবেশে তাদের ওপর হামলা চালানো হয়। এটি ছিল পাকিস্তানি শাসকগোষ্ঠীর একটি কাপুরুষোচিত হামলা।'
নিহত তিন ক্রিকেটারের নাম প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড—কবীর, সিবঘাতুল্লাহ এবং হারুন। একই হামলায় আরও পাঁচজন নিহত হয়েছেন বলে জানানো হয়।
ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ না করলেও বোর্ড জানিয়েছে, 'এটি আফগানিস্তানের ক্রীড়া সমাজ, ক্রীড়াবিদ এবং ক্রিকেট পরিবারের জন্য এক গভীর ক্ষতি। আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।'
শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি শ্রদ্ধা জানিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ড ঘোষণা করে, আগামী মাসের ত্রিদেশীয় সিরিজ থেকে তারা সরে দাঁড়াচ্ছে।
আফগান দলের আন্তর্জাতিক পেসার ফজলহক ফারুকি নিজের ফেসবুকে লেখেন, 'নিরীহ সাধারণ মানুষ ও আমাদের দেশীয় ক্রিকেটারদের ওপর এ নৃশংস হত্যাকাণ্ড অত্যন্ত জঘন্য ও ক্ষমার অযোগ্য অপরাধ।'
অন্য এক আন্তর্জাতিক তারকা মোহাম্মদ নবী বলেন, 'এ ঘটনা কেবল পাকতিকার নয়, পুরো আফগান ক্রিকেট পরিবার ও জাতির জন্য এক গভীর শোকের দিন।'
Comments