পরিসংখ্যানে বাংলাদেশ–আফগানিস্তান দ্বৈরথ

আবুধাবিতে আজ এশিয়া কাপের ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও আফগানিস্তান। হাইভোল্টেজ এই ম্যাচে সাম্প্রতিক ইতিহাসে আফগানিস্তান কিছুটা এগিয়ে হলেও এগিয়ে রয়েছে। তবে ব্যাট হাতে লিটন দাস ও বল হাতে রশিদ খানের ব্যক্তিগত রেকর্ডগুলো ম্যাচে বাড়তি রঙ যোগ করবে।

ম্যাচের আগে দেখে নেওয়া যাক কিছু পরিসংখ্যান, যা আপনার নজরে রাখা উচিত-

* এখন পর্যন্ত দুই দল ১২ বার মুখোমুখি হয়েছে টি–টোয়েন্টিতে। আফগানিস্তান জয় পেয়েছে ৭ বার, বাংলাদেশ ৫ বার।

* ২০২২ সালের এশিয়া কাপে (শারজাহ) টাইগারদের সহজেই হারিয়েছিল আফগানরা।

* লিটন দাসের সামনে বড় মাইলফলক, আর মাত্র ২৭ রান করলেই সাকিব আল হাসানকে (২,৫৫১) ছাড়িয়ে যাবেন দেশের সর্বকালের সর্বোচ্চ টি–টোয়েন্টি রান সংগ্রাহক হিসেবে।

* লিটন দাসই এই ম্যাচআপে সবচেয়ে সফল ব্যাটসম্যান, ১০ ম্যাচে ২২৭ রান, দুই অর্ধশতকসহ। তার স্ট্রাইক রেট ১০৯.৬৬।

* অভিজ্ঞ মোহাম্মদ নবী ১২ ম্যাচেই খেলেছেন বাংলাদেশের বিপক্ষে। তিনি করেছেন ২২০ রান (স্ট্রাইক রেট ১১৮.২৭)।

* রশিদ খানই দুই দলের লড়াইয়ে সবচেয়ে বড় হুমকি। এখন পর্যন্ত ১১ ম্যাচে তার শিকার ২২ উইকেট। গড় ১০.৫৪, ইকোনমি মাত্র ৫.৫২।

Comments

The Daily Star  | English

Tug-of-war over water lily continues

The Election Commission and National Citizen Party remain locked in a heated debate over the party’s choice of electoral symbol, the water lily -- a dispute that began in June.

5h ago