'জীবন পাওয়া' নবির বিধ্বংসী ব্যাটিংয়ে বড় পুঁজি আফগানদের

ম্যাচের শুরু থেকেই দারুণ সব ক্যাচ ধরেছিল শ্রীলঙ্কা। তাতে কিছুটা হলেও চাপে ছিল আফগানিস্তান। ক্যাচ ছাড়লেন একটি। সেই একটি ক্যাচ মিসই অস্বস্তি বাড়াল লঙ্কানদের। একই সঙ্গে বাংলাদেশেরও। সেই এক জীবন পেয়ে দানবীয় ব্যাটিংয়ে আফগানিস্তানকে বড় পুঁজিই এনে দিলেন মোহাম্মদ নবি।
বৃহস্পতিবার আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৬৯ রান করেছে আফগানরা। নবির আগ্রাসনে যেখানে শেষ দুই ওভারেই ৪৯ রান তোলে দলটি। শেষ ওভারে আসে ৩২ রান। তবে লঙ্কানদের স্বস্তির জায়গায় হচ্ছে, হারলেও ১০১ রান করতে পারলেই সুপার ফোর নিশ্চিত হবে তাদের। বিদায় নেবে বাংলাদেশ।
নবির সামনে সুযোগ ছিল শেষ ওভারে ছয় ছক্কা মারার নজির গড়ার। তরুণ স্পিনার দুনিথ ওয়ালালাগের প্রথম পাঁচ বলে পাঁচটি ছক্কা মেরেছিলেন নবি। তবে শেষ বলে পারেননি। উল্টো দুই রান নিতে গিয়ে রানআউট হয়ে যান। তবে এর আগেই বড় ক্ষতি করে ফেলেন তিনি। ২২ বলে ৩টি চার ও ৬টি ছক্কায় ৬০ রানের ইনিংস খেলেন তিনি।
এর আগে দুশমন্থ চামিরার ১৭তম ওভারে নবিকে জীবন দেন এই ওয়ালালাগেই। স্কয়ার লেগে সরাসরি ক্যাচ গিয়েছিল তার হাতে। কিন্তু সেই সুযোগ নিতে পারেননি ওয়ালাগাগে। তখন নবি ব্যাটিং করছিলেন ৫ রানে, ৭ বলে। এরপর ১৫ বলে করেছেন ৫৫ রান। গড়েন নিজ দেশের সবচেয়ে দ্রুততম ফিফটি।
অথচ ইনিংসের শুরুতে নুয়ান থুসারার আগুন ঝরানো বোলিংয়ে ভালো শুরুর পরও চাপে ছিল আফগানরা। ৪ ওভার বল করে ১৮ রানের খরচায় ৪টি উইকেট নেন এই স্লিঙ্গার পেসার। যার তিনটিই আসে পাওয়ার প্লেতে।
নবি ছাড়া কার্যকরী ব্যাটিং করেছেন অধিনায়ক রশিদ খান। ২৩ বলে ২৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। নবির সঙ্গে গড়েন ৩৫ রানের জুটি। এছাড়া ইব্রাহিম জাদরান ২৪ ও সেদিকুল্লাহ আতল ১৮ রান করেন।
উল্লেখ্য, এই ম্যাচ শ্রীলঙ্কা জিততে পারলেই সুপার ফোরে উঠতে পারবে বাংলাদেশ। তবে শ্রীলঙ্কা হারলেও সুযোগ রয়েছে বাংলাদেশের। সেক্ষেত্রে হারতে হবে ৬৯ রানে।
Comments