দ্বি-স্তর হচ্ছে না, ১২ দলকে নিয়েই হবে টেস্ট চ্যাম্পিয়নশিপ

ICC Test Championship

টেস্ট ক্রিকেটের আকর্ষণ বাড়াতে দুই স্তরে বিভক্ত করার আলোচনা ছিলো চলমান, তবে কয়েকটি সদস্য দেশের আপত্তি ও নানাদিক বিবেচনায় আপাতত সেটি বাস্তবায়ন হচ্ছে না। বরং আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দল সংখ্যা বাড়ছে। পরের চক্রে টেস্ট খেলুড়ে ১২ দলকেই সুযোগ দেওয়া হবে। পাশাপাশি, বন্ধ হয়ে যাওয়া ওয়ানডে সুপার লিগ পুনরায় চালুর বিষয়টিও ভাবছে সংস্থাটি।

ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) চক্রে সুযোগ পাবে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও আফগানিস্তান।

নিউজিল্যান্ডের সাবেক ব্যাটার রজার টুওস এর নেতৃত্বে একটি ওয়ার্কিং গ্রুপ সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসি বোর্ড ও চিফ এক্সিকিউটিভস' কমিটির সভায় তাদের সুপারিশ উপস্থাপন করেছে। সদস্য দেশগুলো ইতিমধ্যে ২০২৭–২৯ সালের ডব্লিউটিসি চক্রের দ্বিপাক্ষিক সিরিজের পরিকল্পনা শুরু করেছে।

দুই স্তরের প্রস্তাবটি শেষ পর্যন্ত বাতিল হয় একাধিক কারণে। অর্থায়ন সংক্রান্ত মতপার্থক্য তৈরি হয় সদস্যের মধ্যে। ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও পাকিস্তান র‍্যাঙ্কিংয়ের নিচে থাকায় তারা সুযোগ কমে যাওয়া নিয়ে ছিলো উদ্বিগ্ন। দুই স্তর হলে অবনমন সিষ্টেম থাকত। ইংল্যান্ড অবনমনের ঝুঁকি নিতে রাজি ছিল না। কারণ অবনমন হয়ে গেলে ভারত, অস্ট্রেলিয়ার মতন দলের বিপক্ষে সিরিজ হারাতে হতো তাদের।

বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নেয় শীর্ষ  ৯ দল। ওয়ার্কিং গ্রুপ ১২-দলের ডব্লিউটিসি প্রস্তাব করেছে, যেখানে আফগানিস্তান, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডও অন্তর্ভুক্ত থাকবে। এতে করে পরবর্তী চক্রে সব পূর্ন সদস্য দেশই টেস্ট ক্রিকেট খেলবে—যদিও প্রতিটি দলের ম্যাচ-সংখ্যা এখনো নির্ধারিত হয়নি।

এছাড়া, আইসিসি ২০২৩ বিশ্বকাপের পর বন্ধ হয়ে যাওয়া ওয়ানডে সুপার লিগ পুনরায় চালুর দিকেও নজর দিচ্ছে। ২০২৮ সাল থেকে এটি ফের শুরু হতে পারে, যাতে ৫০ ওভারের ক্রিকেটে আরও কাঠামোগত সূচি নিশ্চিত করা যায়।

টি২০ বিশ্বকাপ ২০ দলের টুর্নামেন্ট হিসেবেই থাকছে, তবে ভবিষ্যতে এর সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে, অ্যাসোসিয়েট সদস্যরা একটি নতুন গ্লোবাল কোয়ালিফায়ার সিস্টেম প্রস্তাব করেছে, যা অলিম্পিক বাছাইপর্বের মতো হবে—এতে প্রতিযোগিতার ন্যায্যতা ও আয় উভয়ই বাড়বে বলে আশা করা হচ্ছে।

এই প্রস্তাবগুলো আগামী বছরের শুরুতে নির্ধারিত পরবর্তী আইসিসি সভায় আরও বিস্তারিতভাবে আলোচনা করা হবে।

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

10h ago