শততম টেস্টে সেঞ্চুরিতে গ্রিনিজ, পন্টিংদের পাশে মুশফিক

mushfiqur rahim
ছবি: ফিরোজ আহমেদ

মাইলফলকের দেখা পেতে পারতেন আগের দিন বিকেলে। ১ রানের অপেক্ষায় থাকা মুশফিকুর রহিম দ্বিতীয় দিনের সকালে নেমে গ্যালারিতে দর্শকদের প্রথম ওভারও অপেক্ষায় রাখেন তিনি। দ্বিতীয় ওভারে জর্ডান নেইলের বল লেগ স্টাম্পে ঠেলে দুহাত উঁচিয়ে ধরেন। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলে এমনিতেই ইতিহাস গড়া হয়ে গেছে, সেই উপলক্ষ সেঞ্চুরি দিয়ে রাঙিয়ে ঢুকে গেলেন এমন এক এলিট ক্লাবে যেখানে ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে তার আগে ছিলেন কেবল দশজন।

বুধবার মিরপুরে সকালে মিরপুর টেস্টের প্রথম দিন মূল আকর্ষণে ছিলেন মুশফিক। শততম টেস্টে নামায় তাকে ঘিরে ছিলো নানা আয়োজন।  বৃহস্পতিবার দ্বিতীয় দিন শুরুর আগে থেকেও সবার নজরে তিনি। মুশফিক টেস্টে এর আগে সেঞ্চুরি করেছেন ১২টি, সেসবের তিনটিকে পরিণত করেছেন ডাবল সেঞ্চুরিতে। তবে  ১৩তম সেঞ্চুরি নিশ্চিতভাবেই সবচেয়ে আলাদা।  ১৯৫ বলে শতক পূর্ণ করে নিজের প্রথাগত উদযাপনে মাতেন টেস্টে বাংলাদেশের সফলতম ব্যাটার।

মুশফিকের আগে শততম টেস্টে সেঞ্চুরি করা নামগুলো বিশ্ব ক্রিকেটে অনেক বড়। ১৯৬৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই রেকর্ডে প্রথম নাম লেখান ইংল্যান্ডের কলিন কাউন্ড্রে। ১৯৮৯ সালে ভারতের বিপক্ষে সেঞ্চুরিতে তাতে যোগ দেন পাকিস্তানের  জাভেদ মিয়াঁদাদ। ১৯৯০ সালে ইংল্যান্ডের বিপক্ষে শততম টেস্টে ১৪৯ রানের ইনিংস খেলেন ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি গর্ডন গ্রিনিজ।  ইংল্যান্ডের আলেক স্ট্রুয়ার্ট। ২০০৫ সালে পাকিস্তানের ইনজামাম উল হক ভারতের বিপক্ষে শততম টেস্টে করেন ১৮৪ রান।

রিকি পন্টিং দুইবার নাম লেখান এই তালিকায়। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের শততম টেস্টের দুই ইনিংসেই করেন সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ ২০১২ সালে নিজের শততম টেস্ট ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন ১৩১ রান।

আরেক প্রোটিয়া ব্যাটার হাশিম আমলা শ্রীলঙ্কার বিপক্ষে জোহেন্সবার্গে তার শততম টেস্ট রাঙান ১৩৪ রানের ইনিংস খেলে।

ইংল্যান্ডের জো রুট ও ডেভিড ওয়ার্নার আরেকটু আলাদা। এই দুজনের নিজের শততম টেস্টে করেন ডাবল সেঞ্চুরি। ২০২১ সালে ভারতের বিপক্ষে চেন্নাইতে এই কীর্তি গড়েন রুট। ওয়ার্নার ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেন ঠিক ২০০ রান।

Comments

The Daily Star  | English

Khaleda Zia’s body taken to Parliament Complex ahead of janaza

Janaza will be held at Manik Mia Avenue at 2pm

2h ago