টাকার-ডোহেনির জুটি ভেঙে তাইজুলের জোড়া আঘাত

ছবি: ফিরোজ আহমেদ

দিনের প্রথম ঘণ্টায় বাংলাদেশকে হতাশ করে দ্রুত রান আনলেন লরকান টাকার ও স্টিফেন ডোহেনি। এরপর ভূমিকম্পের কারণে খেলা বন্ধ থাকল তিন মিনিট। ফের খেলা শুরু হলে তিন বলের মধ্যে জোড়া আঘাত করলেন তাইজুল ইসলাম। জীবন পাওয়া ডোহেনি সাজঘরে ফিরলেও আয়ারল্যান্ডের আশা হয়ে ক্রিজে আছেন টাকার।

শুক্রবার মিরপুর টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন শেষে সফরকারীদের সংগ্রহ ৭ উইকেটে ২১১ রান। আগের দিনের ৫ উইকেটে ৯৮ রান নিয়ে খেলতে নেমেছে তারা। ভালো সেশন পার করা দলটি ৩১ ওভারে ২ উইকেট খুইয়ে যোগ করেছে ১১৩ রান।

দায়িত্বশীল ব্যাটিংয়ে ফিফটি হাঁকানো টাকার অপরাজিত আছেন ৫৬ রানে। তার ১২০ বলের ইনিংসে চার পাঁচটি। তার সঙ্গী জর্ডান নিল খেলছেন পাঁচটি চারের সাহায্যে ৪১ বলে ২৪ রানে। তাদের অবিচ্ছিন্ন অষ্টম উইকেট জুটির সংগ্রহ ৬৩ বলে ৩৬ রান।

ছবি: ফিরোজ আহমেদ

দিনের চতুর্থ ওভারে বেঁচে যান ডোহেনি। ইবাদত হোসেনের বলে গালিতে ক্যাচ নিতে ব্যর্থ হন মাহমুদুল হাসান জয়। তখন ডোহেনি ছিলেন ১২ রানে। বেঁচে গিয়ে দ্রুত এগোতে থাকেন তিনি। তার সঙ্গে জমে যায় টাকারের জুটি। ৮৭ বলে পূর্ণ হয় জুটির পঞ্চাশ। শেষমেশ তাদের ১৫০ বলে ৮১ রানের জুটি ভেঙে বাংলাদেশকে স্বস্তি দেন তাইজুল।

বাঁহাতি স্পিনারের দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হয়ে যান অভিষিক্ত ডোহেনি। তার ব্যাট থেকে আসে ৪৬ রান। ৭৭ বল মোকাবিলায় তিনি মারেন চারটি চার। এক বল পর তাইজুলের আরেকটি দারুণ ডেলিভারিতে অ্যান্ডি ম্যাকব্রাইনও স্টাম্প হারান। তিনি খুলতে পারেননি রানের খাতা।

১০৪ বলে ফিফটি স্পর্শ করা টাকারকে অল্পের জন্য ফেরাতে পারেনি বাংলাদেশ। আম্পায়ার্স কলে বেঁচে যান তিনি। আরেক বাঁহাতি স্পিনার হাসান মুরাদের আর্ম ডেলিভারি ঠিকমতো খেলতে পারেননি টাকার। বল প্যাডে লাগার পর আম্পায়ার আবেদনে সাড়া না দিলে রিভিউ নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পরে দেখা যায়, বল লেগ স্টাম্প ছুঁয়ে যেত।

এর আগে শততম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিম ও লিটন দাসের সেঞ্চুরিতে বাংলাদেশের প্রথম ইনিংস থামে ৪৭৬ রানে। আয়ারল্যান্ড তাই এখনও রয়েছে ফলো-অনে পড়ার বড় শঙ্কায়। হাতে ৩ উইকেট নিয়ে প্রথম ইনিংসে তারা পিছিয়ে আছে ২৬৫ রানে।

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

2h ago