বিশ্বকাপে সুপার এইটে উঠলে যেমন হতে পারে বাংলাদেশের সূচি

Bangladesh Cricket Team
ছবি: ফিরোজ আহমেদ

টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ হয়েছে গতকাল। কঠিন গ্রপে থাকা বাংলাদেশের গ্রপ পর্ব পেরিয়ে সুপার এইটে উঠা সহজ নয়। তবে সুপার এইটে উঠতে পারলে, কাকে হটিয়ে উঠে সে হিসেবে ঠিক হবে বাংলাদেশের সূচি।

আইসিসি প্রতিবারের মতন এবারও লজিস্টিক বিড়ম্বনা এড়াতে সুপার এইটের সম্ভাব্য প্রতিপক্ষের একটা সিডিং করে রেখেছে। যেখানে চলমান র্যাঙ্কিং অনুযায়ী ভাগ করা হয়েছে দুই গ্রুপ।

একটি গ্রুপে X1, X2, X3, X4 হিসেবে ধরে রাখা আছে ভারত, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকাকে। আরেক গ্রুপে Y1, Y2, Y3, Y4 হিসেবে  আছে যথাক্রমে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

এই দলগুলোর কেউ যদি সুপার এইটে না উঠতে পারে তাদের বদলে যারা উঠবে তারা পাবে উঠতে না পারা দলের সিডিং নম্বর। যেমন 'সি' গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে আছে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ। এর বাইরে আছে ইতালি ও নেপাল। এই গ্রুপ থেকে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে সুপার এইটের সম্ভাব্য দুই দল রেখে সিডিং করা হয়েছে। ইংল্যান্ডের সিডিং নম্বর Y1 ও ওয়েস্ট ইন্ডিজের X3।

সুপার এইটের দুই গ্রুপের সম্ভাব্য সিডিং

যদি ধরে নেওয়া যায় 'সি' গ্রুপ থেকে ওয়েস্ট ইন্ডিজকে হটিয়ে ইংল্যান্ডের সঙ্গে সুপার এইটে উঠল বাংলাদেশ। তাহলে সুপার এইটেও লিটন দাসদের সবগুলো খেলাই পড়বে ভারতের মাঠে। সেক্ষেত্রে সম্ভাব্য সিডিং অনুযায়ী মুম্বাইতে ২৩ নম্বরে সুপার এইটে প্রথম ম্যাচে বাংলাদেশ পাবে অস্ট্রেলিয়াকে। ২৬ ফেব্রুয়ারি আহমেদাবাদে খেলতে হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এবং ১ মার্চ কলকাতায় মুখোমুখি হবে স্বাগতিক ভারতের।

আর যদি 'সি' গ্রুপে ইংল্যান্ডকে ধরাশায়ী করে বাংলাদেশ সুপার এইটে পা রাখে তাহলে লিটনদের সুপার এইট পর্ব পুরোটাই হবে শ্রীলঙ্কার মাঠে। সেক্ষেত্রে ২২ ফেব্রুয়ারি প্রথম ম্যাচ পড়বে কলম্বোতে, যেখানে প্রতিপক্ষ হতে পারে শ্রীলঙ্কা (যদি তারা সুপার এইটে উঠে)। ২৪ ফেব্রুয়ারি ক্যান্ডিতে সেক্ষেত্রে লড়তে হবে পাকিস্তানের বিপক্ষে। এবং ২৭ ফেব্রুয়ারি কলম্বোতে প্রতিপক্ষ হিসেবে তারা পাবে নিউজিল্যান্ডকে (যদি তারাও উঠে)।

বিশ্বকাপের মূল আসরে সহজ সমীকরণ মেনে সব কিছু এগোয় না। এক বা একাধিক অঘটন যেকোনো গ্রুপের সমীকরণ বদলে দিতে পারে। তবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে টপকে সুপার এইটে উঠলে তাদের সব ম্যাচ পড়বে ভারতের মাঠে। আর ইংল্যান্ডকে হটিয়ে গেলে সুপার এইট পড়বে শ্রীলঙ্কায়। এটা নিশ্চিত করেই বলা যায়।

বিশ্বকাপে ২০ দলকে ভাগ করা হয়েছে ৪ গ্রুপে। প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল যাবে সুপার এইটে। ৮ দলের সুপার এইট পর্বও হবে দুই গ্রুপ ভাগ হয়ে। সেখানের সেরা চার দল খেলবে সেমিফাইনাল।

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

22h ago