ভারতের বিশ্বকাপ স্কোয়াডে নেই গিল, ফিরলেন ইশান

shubman gill

গত এশিয়া কাপের আগে টি-টোয়েন্টি দলের সহ অধিনায়ক হিসেবে শুভমান গিলকে ফিরিয়েছিলো ভারত। তবে রান খরায় এই ওপেনার বিশ্বকাপের দলে জায়গা পাননি, দলে নেই জিতেশ শর্মাও। তার বদলে স্কোয়াডে এসেছেন কিপার ব্যাটার ইশান কিশান।

শনিবার সবার আগে ১৫ জনের বিশ্বকাপ স্কোয়াড দিয়েছে স্বাগতিক ভারত। তাতে বড় চমকের নাম গিলের না থাকা আর ইশানের ফিরে আসা। টি-টোয়েন্টি সর্বশেষ ১৮ ইনিংসে কোন ফিফটি নেই গিলের। নতুন করে দলে আসার পর টানা ওপেন করার সুযোগ পেয়ে হয়েছেন ব্যর্থ। তাকে সুযোগ দিতে গিয়ে গত বছর তিন সেঞ্চুরি করা স্যামসনকে একাদশের বাইরে রাখতে হয়েছে ভারতকে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ সিরিজে তিন ম্যাচ খেলার সুযোগ পেয়ে গিল করেন ৪, ০ ও ২৮ রান। পঞ্চম ও শেষ ম্যাচে একাদশে এসে ২২ বলে ৩৭ রান করেন স্যামসন। তিনিই বিশ্বকাপে অভিষেক শর্মার ওপেনিং সঙ্গী হতে চলেছেন।

এদিকে ২০২৩ সালে ভারতের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি খেলা ইশান সম্প্রতি সৈয়দ মুশতাক আলি ট্রফিতে আলো ছড়িয়েছেন। হরিয়ানার বিপক্ষে বুধবার করেন সেঞ্চুরি। তাতেই দুয়ার খুলে গেছে তার। বিকল্প ওপেনার ও কিপার হিসেবে দলে ঠাঁই পেয়েছেন বাঁহাতি ব্যাটার। ইশান দলে আসায় বাদ পড়েছেন জিতেশ শর্মা। যাকে নিচের দিকে কিপার ব্যাটার হিসেবে খেলাচ্ছিলো ভারত, তবে জিতেশও তেমন কিছু করতে পারেননি।

আগামী ৭ ফেব্রুয়ারি মুম্বাইতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ ধরে রাখার অভিযান শুরু করবে ভারত। ভারত ছাড়াও এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে শ্রীলঙ্কায়।

ভারতের বিশ্বকাপ স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, আকসার প্যাটেল, রিঙ্কু সিং, জাসপ্রিত বুমরাহ, আর্শ্বদীপ সিং, কুলদীপ যাদব, বরুন চক্রবর্তী, ওয়াসিংটন সুন্দর, ইশান কিশান।

Comments

The Daily Star  | English
Khaleda Zia's political life

The untold history of why Khaleda Zia entered politics

Why did Khaleda Zia, a typical housewife who had become widow at a critical age in terms of Bangladesh's culture, join politics?

2h ago