স্পিনে ভরসা অস্ট্রেলিয়ার, টি-টোয়েন্টি দলে ফিরেছেন কামিন্স ও হ্যাজলউড

চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে স্পিননির্ভর একটি প্রাথমিক দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। তবে ইনজুরির কারণে অ্যাশেজ সিরিজে প্রত্যাশামতো খেলতে না পারা প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডকে রেখেই ১৫ সদস্যের স্কোয়াড সাজিয়েছেন নির্বাচকরা।

অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে খেলতে পেরেছিলেন মাত্র একটি টেস্ট, অ্যাডিলেডে। নিচের পিঠের চোট থেকে ধীরে ধীরে সেরে উঠছেন তিনি। অন্যদিকে অ্যাকিলিস ইনজুরির কারণে পুরো সিরিজেই মাঠের বাইরে ছিলেন জশ হ্যাজলউড।

আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে কামিন্সের খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে চলতি মাসের শেষ দিকে। তখন তার পিঠের আরেকটি স্ক্যান করা হবে, যা নির্ধারণ করবে তিনি টুর্নামেন্টের জন্য পুরোপুরি ফিট কি না।

হ্যাজলউডের পাশাপাশি হ্যামস্ট্রিং চোট কাটিয়ে ফেরার পথে আছেন বিধ্বংসী ব্যাটার টিম ডেভিডও। নির্বাচকরা আশা করছেন, দুজনই সময়মতো প্রস্তুত হয়ে উঠবেন।

প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, 'প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও টিম ডেভিডের পুনরুদ্ধার প্রক্রিয়া ভালোই এগোচ্ছে। আমরা আত্মবিশ্বাসী যে তারা বিশ্বকাপে খেলতে পারবে। এটি একটি প্রাথমিক দল, প্রয়োজনে সহায়তা পর্বের আগেই পরিবর্তন আনা হবে।'

প্রায় স্থির এই ১৫ সদস্যের দলে নতুন সংযোজন হিসেবে জায়গা পেয়েছেন বাঁহাতি স্পিনার ম্যাট কুহনেম্যান ও কুপার কনোলি। তাদের সঙ্গে স্পিন আক্রমণের প্রধান ভরসা থাকছেন অ্যাডাম জাম্পা, আর খণ্ডকালীন স্পিন বিকল্প হিসেবে থাকছেন গ্লেন ম্যাক্সওয়েল।

গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার সব ম্যাচই হবে শ্রীলঙ্কায়। স্পিন সহায়ক উইকেটের সম্ভাবনা থাকায় দল নির্বাচনে স্পিনারদের ওপর বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে।

চমক হিসেবে, জশ ইংলিসের জন্য কোনো ব্যাক-আপ উইকেটকিপার রাখা হয়নি দলে। একই সঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়া মিচেল স্টার্কের জায়গায় কোনো বাঁহাতি পেসারের বিকল্পও রাখা হয়নি।

পেস আক্রমণে নেতৃত্ব দেবেন কামিন্স ও হ্যাজলউড। তাদের সঙ্গে থাকছেন নাথান এলিস ও জেভিয়ার বার্টলেট। অলরাউন্ডার হিসেবে দলে রয়েছেন ক্যামেরন গ্রিন ও মার্কাস স্টয়নিস। উল্লেখযোগ্যভাবে, এই পুরো পেস আক্রমণই ডানহাতি।

জর্জ বেইলি আরও বলেন, 'টি-টোয়েন্টি দলে সাম্প্রতিক সময়ে দীর্ঘ সাফল্যের ধারাবাহিকতা রয়েছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই শ্রীলঙ্কা ও ভারতের ভিন্ন ভিন্ন কন্ডিশনের কথা মাথায় রেখে ভারসাম্যপূর্ণ দল নির্বাচন করা হয়েছে।'

আগামী ১১ ফেব্রুয়ারি কলম্বোয় আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে একটি টি-টোয়েন্টি সিরিজের জন্য আলাদা দল ঘোষণা করা হবে।

অস্ট্রেলিয়া স্কোয়াড:

মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, প্যাট কামিন্স, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথিউ কুহনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথিউ শর্ট, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা।

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

11h ago