বাজিয়ে দেখার কথা বলে দলে নিলেও কেন বাইরে অঙ্কন? 

Mahidul Islam Ankon

বিশ্বকাপের প্রস্তুতি ভাবনায় মাহিদুল ইসলাম অঙ্কনকে বাজিয়ে দেখতে নেওয়া হয়েছিলো আয়ারল্যান্ড সিরিজের দলে। টি-টোয়েন্টি স্কোয়াডে সুযোগ পেলেও একাদশে নামা হয়নি তার। শেষ ম্যাচে তাকে রেখে আবার ফেরানো হয়েছে শামীম হোসেন পাটোয়ারিকে। এতে আভাস স্পষ্ট, অঙ্কনের হয়ত দর্শক হয়েই থাকতে হবে শেষ ম্যাচেও। দলে নিলেও কেন তাকে বাজিয়ে দেখা গেল না এই উত্তর নেই টিম ম্যানেজমেন্টের কাছে। সোমবার দলের হয়ে সংবাদ সম্মেলনে আসা পেস বোলিং কোচ এই প্রশ্নে এড়িয়ে যান সহজ যুক্তিতে।

আইরিশদের বিপক্ষে এই সিরিজটি এমনিতে ছিলো নিরুত্তাপ। তবে দল নির্বাচন নিয়ে খেলার আগের দিন আলোচনার জন্ম দেন অধিনায়ক লিটন দাস। নির্বাচকদের সঙ্গে মত বিরোধ নিয়ে আসেন সামনে।

শামীমের বাদ পড়া নিয়ে অসন্তোষ জানিয়ে নির্বাচকদের কাঠগড়ায় তুলেন টি-টোয়েন্টি অধিনায়ক, পালটা যুক্তি দেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সেখানে তিনি বলেছিলেন অঙ্কনকে এই সিরিজে পরখ করে দেখতে চান তারা। কিন্তু তার চাওয়া মত কাজ হয়নি।

সোমবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে দলের অনুশীলনে অঙ্কনকে ততটা গুরুত্বের সঙ্গে দেখা যায়নি। শামীমকে নিয়ে নেটে সময় দেন কোচিং স্টাফরা। অনুশীলন দেখে মনে হয়েছে অঙ্কন ও নুরুল হাসান সোহান শেষ ম্যাচের একাদশের ভাবনায় নেই।

অঙ্কনকে না খেলালে এই সিরিজে দলে নেওয়ার যুক্তিটা তাই থেকে যায় প্রশ্নবিদ্ধ। নির্বাচকরা এই ব্যাপারে কথা বলতে চান না। দলের হয়ে সংবাদ সম্মেলনে আসা টেইটের কাছে জানতে চাওয়া হয়, আপনার বিভাগ না হলেও টিম ম্যানেজমেন্টের অংশ হিসেবে একাদশ নির্বাচন নিয়ে চিন্তাটা কেমন কাজ করে।

জবাবে অস্ট্রেলিয়ান কোচ কৌশলে এড়িয়ে যান এই প্রসঙ্গ,  'আমি নির্বাচক নই। আপনাকে এই প্রশ্ন নির্বাচকদের করতে হবে।' যখন আবার জানতে চাওয়া হলে একই উত্তর দেন তিনি, 'আপনাকে অবশ্য নির্বাচককেই প্রশ্ন করতে হবে এটা।'

তিন ম্যাচের সিরিজে প্রথমটি হারের পর দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। মঙ্গলবার তাই অলিখিত ফাইনাল। তবে তাতে বাড়তি কোন চিন্তার জায়গা দেখছেন না টেইট,   'জটিল করে ভাববার কিছু নেই। আমার মনে হয় স্রেফ ভালো ক্রিকেট খেলে আমাদের ম্যাচটা জিতে নিতে হবে।  যখনই আপনি আন্তর্জাতিক ম্যাচ খেলে জিতবেন, আপনি আত্মবিশ্বাস পাবেন। গত ম্যাচে ভালো খেলে আমরা বিশ্বাস পেয়েছি, এটাই কাল বয়ে নিয়ে যাব। কাল জিততে পারলে বিরতির আগে আমরা ভালো কিছু বয়ে নিয়ে যাব। আমি তাই জটিল করে কিছু ভাবতে চাই না।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

7h ago