যে ভাবনায় ‘হেলিকপ্টার শট’ রপ্ত করেছেন অঙ্কন 

mahidul islam ankon

শরিফুল ইসলামের ল ফুলটস বল জায়গায় দাঁড়িয়ে লং অফ দিয়ে উড়ালেন মাহিদুল ইসলাম অঙ্কন। শট খেলার ধরণটি সবারই চেনা, ভারতের কিংবদন্তি মাহেন্দ্র সিং ধোনি এটা খেলার পর যার নাম হয়ে যায় 'হেলিকপ্টার শট'। বাংলাদেশের কোন ব্যাটার, বিশেষ করে অঙ্কন এই শট খেলার পর তৈরি হয় বেশ চমক। এই তরুণ জানালেন নির্দিষ্ট ভাবনা থেকে এমন শট রপ্ত করেছেন তিনি।

ঘরোয়া ক্রিকেটে অঙ্কন পরিচিত ছিলেন ধীরস্থির ব্যাটার হিসেবে। ক্রিজে থিতু হতে সময় লাগত তার। তবে তাকে এবার বিপিএলে দেখা গেল ভিন্ন মেজাজে। ২২ বলে তিনে খেলেন ৫৯ রানের ইনিংস। এই পথে ১৮ বলে স্পর্শ করেন ফিফটি, যা বিপিএলে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্রুততম।

এই ইনিংসে অঙ্কন মেরেছেন ৬ ছক্কা। তার একটি ছিলো হেলিকপ্টার শটে। অঙ্কন জানান যে ভাবনায় তিনি খেলেছেন এমন শট, 'আমি শুধু চেয়েছি, বলটা কীভাবে টাইমিং করা যায়। আমি অনুভব করছিলাম বলটা আসতে পারে।  তার জন্য ওই শটটা খেলতে পেরেছি।; 

'আমি ব্যক্তিগতভাবে প্র্যাকটিস করেছি যে, ইয়র্কার বলে কিভাবে আসলে স্কোর করা যায়। ওই খান থেকে আসা সব। ইয়র্কার বা লো ফুলটস সব (বলে)।'  

২৫ পেরুনো ডানহাতি ব্যাটার জানান নিজেকে আগ্রাসী করতে, নিজের খেলাকে বিকশিত করতে বেশ কয়েকদিন ধরেই কাজ করেছেন তিনি,  'অবশ্যই কাজ করেছি। চেষ্টা করেছি নিজেকে আরো কীভাবে উন্নতি করা যায়। সো ফার এখন পর্যন্ত যতগুলো বিপিএল খেলেছি, একেক সময় আমার ভূমিকা একেক রকম ছিল। শেষবার যখন বিপিএল খেলেছি তখন আমার ভূমিকা ছিল অন্যটা। এখানে আমার ভূমিকা অন্যরকম। খুলনা টাইগার্সের ম্যানেজমেন্ট, অধিনায়ক তারা আমাকে ওইভাবে অনুপ্রাণিত করেছে, তারা আমাকে ব্যাক করবে। আমি যেন ফেয়ারলেস ক্রিকেটটা খেলতে পারি। তার জন্য আল্লাহর রহমতে ভালো হচ্ছে।' 

'এই ভূমিকায়…আমি সব সময় চেষ্টা করেছি ডে বাই ডে যেন উন্নতি করতে পারি। আমি এই ভূমিকায় আগে থেকে জানতাম ৬-৭ এ আমার ভূমিকা এরকম হবে। আমি চেষ্টা করেছি ওইটাই ট্রেনিংয়ে কাজ করার। প্রথম ম্যাচ ভালো লেগেছে।'

Comments

The Daily Star  | English

Hopes run high as DU goes to vote today

The much-anticipated Ducsu and hall union elections are set to be held today after a six-year pause, bringing renewed hope for campus democracy.

5h ago