সৌম্য ও অঙ্কনকে দলে নেওয়ার ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক

শারজাহতে আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। অনুমিতভাবেই স্কোয়াডে এসেছে পরিবর্তন, নাঈম শেখ ও নাহিদ রানার জায়গায় সুযোগ পেয়েছেন সৌম্য সরকার ও মাহিদুল ইসলাম অঙ্কন।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫ সদস্যের স্কোয়াড দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আগামী ১৮, ২১ ও ২৩ অক্টোবর ক্যারিবিয়ানদের মোকাবিলা করবে টাইগাররা।

বাঁহাতি টপ অর্ডার ব্যাটার সৌম্য বাংলাদেশের হয়ে শেষবার খেলেছেন গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। দুবাইতে ভারতের বিপক্ষে শূন্য রানে আউট হয়েছিলেন তিনি। জাতীয় দলের জার্সিতে তার আসা-যাওয়া প্রায় নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মঞ্চে এক দশক কাটিয়ে ফেললেও জায়গা পাকা করতে পারছেন না।

সৌম্যকে দলের ফেরানোর কারণ হিসেবে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন, 'তিনি অনেক অভিজ্ঞ একজন খেলোয়াড়। প্রায় ৮০টির (৭৬টি) মতো ওয়ানডে খেলে ফেলেছেন, প্রায় ১০ বছর ধরে খেলছেন। গত বছরের নভেম্বরের দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার ব্যাটিংয়ে যথেষ্ট সফলতা ছিল। সেই দলটার সঙ্গেই আমরা আবার খেলছি। (চোটের কারণে) লিটন দাস যেহেতু দলে নেই, একজন অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে আমরা সৌম্যকে নিয়েছি।'

অঙ্কন বাংলাদেশের পক্ষে কেবল একটি ম্যাচই খেলেছেন এখন পর্যন্ত। গত বছর চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল তার। ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেটে ৯৬ ম্যাচে ৪ সেঞ্চুরি ও ২৮ ফিফটিতে তার রান ৩৪২৯। তবে গড় (৪৪.৫৩) ভালো হলেও স্ট্রাইক রেট (৭২.৫৭) আশানুরূপ নয়।

ওয়ানডে দলের নতুন মুখ অঙ্কনকে দলে ডাকার পেছনে প্রধান নির্বাচক লিপুর ভাষ্য, 'দলের মিডল অর্ডারের প্রায় সবাই ভুগছে, সবাই রানখরায় আছে। সেই জায়গায় আমরা মাহিদুলকে এনেছি। পরের বিশ্বকাপের জন্য (স্কোয়াডের) কলেবর বৃদ্ধি করতে যারা সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী থাকবেন, তার মধ্য থেকে মাহিদুলের নামটা নিশ্চয়ই অনেক উজ্জ্বল। তাকে নেওয়ায় যারা ভালো করতে পারেনি তাদের মধ্যে থেকে দুই-একজনকে কিছু ম্যাচের জন্য বিশ্রাম দেওয়ার সুযোগও তৈরি হয়েছে।'

Comments

The Daily Star  | English
Women in July uprising

The unfinished revolution for women's political rights

Post-uprising women were expected to play central role in policymaking, which did not happen.

7h ago