অস্ট্রেলিয়াকে সমর্থন করা তানজিদ প্রস্তুতি নিয়ে 'সন্তুষ্ট'

বিশ্বকাপকে সামনে রেখে চলছে টাইগারদের স্কিল ক্যাম্প। সোমবার ছিল নির্ধারিত বিশ্রামের দিন, তবে ব্যতিক্রম ছিলেন তানজিদ হাসান। মিরপুরের ইনডোরে ব্যক্তিগত ব্যাটিং সেশনে ঘাম ঝরালেন এই বাঁহাতি ওপেনার। অনুশীলন শেষে মিডিয়ার মুখোমুখি হয়ে উঠে এল বহু আলোচিত অ্যাশেজ প্রসঙ্গও।

তানজিদ জানালেন, সুযোগ পেলেই তিনি অ্যাশেজ দেখেন। প্রশ্ন ছোড়া হলো -কাকে সমর্থন করছেন? তানজিদের উত্তর ছিল ঝটপট, 'অস্ট্রেলিয়া।'

ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাককালাম সম্প্রতি ব্রিসবেন টেস্টের আগে দল 'অতিরিক্ত প্রস্তুতি' নিয়েছিল বলে মন্তব্য করেছিলেন। অস্ট্রেলিয়া যখন দ্বিতীয় টেস্ট ৮ উইকেটে জিতে সিরিজে ২–০ ব্যবধানে এগিয়ে যায়, সেই মন্তব্য ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনা তৈরিও করে।

বাংলাদেশ দল কি একই ধরনের অতিরিক্ত প্রস্তুতির ফাঁদে পড়তে পারে? -এই প্রশ্নে তানজিদ আত্মবিশ্বাসী।

তিনি বলেন, 'সবকিছুই নির্ভর করে আপনি নিজের প্রস্তুতিতে কতটা সন্তুষ্ট। আপনি যখন মনে করবেন যথেষ্ট হয়েছে, তখন কেউ জোর করবে না। আমি আমার প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট।'

তানজিদকে আরও প্রশ্ন করা হয়, আসন্ন আইসিসি ইভেন্টগুলোতে কি তিনি তামিম ইকবাল বা সাকিব আল হাসানের মতো সিনিয়রদের ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য রাখেন?

তার জবাবও ছিল সরল ও বাস্তবধর্মী, 'আমি এসব ভেবে খেলি না। আমার লক্ষ্য হলো দলের জন্য অবদান রাখা। আমি রান করলাম কিন্তু দল জিতল না। তবে সেই রানের মূল্য নেই। আর আমি বিশ্বাস করি না যে কেউ কাউকে "ছাড়িয়ে" যেতে পারে। আমার কাজ হলো রান করা।'

দলের প্রয়োজনে অবদান রাখাই যেখানে মূল লক্ষ্য, সেখানে তানজিদের আত্মবিশ্বাসী ও স্থির মানসিকতা নিঃসন্দেহে ভালো প্রস্তুতিরই ইঙ্গিত দেয়।

Comments

The Daily Star  | English

Can economy turn around in 2026?

A full economic turnaround may take time, as any new government will need time to implement policies

16h ago