১৫০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ইমরান খানের পরেই কামিন্স

ছবি: এএফপি/রয়টার্স

অধিনায়ক হিসেবে টেস্টে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। ইতিহাসের মাত্র দ্বিতীয় অধিনায়ক হিসেবে সাদা পোশাকের ক্রিকেটে এই কীর্তি গড়লেন তিনি। তার আগে এই রেকর্ড ছিল কেবল পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খানের।

শনিবার অ্যাডিলেডে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টের চতুর্থ দিনে ইংল্যান্ডের বিপক্ষে ৩ উইকেট নেন কামিন্স। দ্বিতীয়টি ছিল ওলি পোপের। এই উইকেটের মাধ্যমে টেস্টে অধিনায়ক হিসেবে ১৫০ উইকেট পূর্ণ হয় তার। পোপকে সাজঘরে পাঠানোর আগে বেন ডাকেট ও পরে জো রুটকে বিদায় করেন তিনি।

অধিনায়কের ভূমিকায় খেলা ৩৮ টেস্টে ডানহাতি পেসার কামিন্সের উইকেট এখন ১৫১টি। তার বোলিং গড় ২২.৩৮। তিনি নয়বার ইনিংসে ৫ উইকেট ও একবার ম্যাচে ১০ উইকেট শিকার করেছেন। আর সাবেক অলরাউন্ডার ইমরান খান ৪৮ টেস্টে ১৮৭ উইকেট পেয়েছেন ২০.২৬ গড়ে।

লাল বলের ক্রিকেটে অন্তত ১০০ উইকেট নেওয়া দশম অধিনায়ক কামিন্স। তিনি ও ইমরান ছাড়া বাকিরা হলেন অস্ট্রেলিয়ার রিচি বেনো (১৩৮ উইকেট), ওয়েস্ট ইন্ডিজের গ্যারি সোবার্স (১১৭ উইকেট), নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরি (১১৬ উইকেট), ভারতের কপিল দেব (১১১ উইকেট), পাকিস্তানের ওয়াসিম আকরাম (১০৭ উইকেট), ভারতের বিষেণ সিং বেদী (১০৬ উইকেট), দক্ষিণ আফ্রিকার শন পোলক (১০৩ উইকেট) ও ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার (১০০ উইকেট)।

চলমান অ্যাশেজের প্রথম দুই টেস্টে চোটের কারণে খেলতে পারেননি কামিন্স। অ্যাডিলেড ওভালে ফিরেই অবশ্য ঝলক দেখাচ্ছেন তিনি। ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৬৯ রান খরচায় ৩ উইকেট নেওয়ার পর সমানসংখ্যক শিকার ধরেছেন দ্বিতীয় ইনিংসেও।

সব মিলিয়ে ৩২ বছর বয়সী কামিন্স খেলছেন ক্যারিয়ারের ৭২তম টেস্ট। ২১.৯৭ গড়ে এখন পর্যন্ত তিনি নিয়েছেন ৩১৫ উইকেট। তিনি ১৪ বার ইনিংসে ৫ উইকেট ও দুবার ম্যাচে ১০ উইকেট দখল করেছেন।

প্রথম তিন টেস্ট জিতে অ‍্যাশেজ সিরিজ নিজেদের করে নেওয়ার হাতছানি রয়েছে অস্ট্রেলিয়ার সামনে। ইংল্যান্ড ৬ উইকেটে ২০৭ রান তুলে শেষ করেছে চতুর্থ দিনের খেলা। জেমি স্মিথ ২ ও উইল জ‍্যাকস ১১ রানে ব‍্যাট করছেন। শেষ দিনে জয়ের জন্য তাদের প্রয়োজন আরও ২২৮ রান। অন্যদিকে, অস্ট্রেলিয়ার দরকার মাত্র ৪ উইকেট।

Comments

The Daily Star  | English

Khaleda Zia’s body taken to Parliament Complex ahead of janaza

Janaza will be held at Manik Mia Avenue at 2pm

3h ago