যে রেকর্ডে সাকিবের উপরে আর কেবল তিনজন
সাকিব আল হাসান নিজের সেরা সময় পেরিয়ে এসেছেন বেশ আগে। ক্যারিয়ারের গোধূলি লগ্নে থাকা অলরাউন্ডারের ঝলক আর নিয়মিত দেখা যায় না। তবে রোববার রাতে আইএল টি-টোয়েন্টিতে বল হাতে দেখালেন মুন্সিয়ানা, তাতে ম্যাচ সেরা হয়ে আরেকটি রেকর্ডের কাছে গেলেন তিনি।
ভেজার্ট ভাইপার্সের বিপক্ষে এমআই এমিরেটসের হয়ে ১৪ রানে ২ উইকেট নেন সাকিব, ব্যাট হাতে করেন অপরাজিত ১৭ রান। তাতে ম্যাচ সেরা তিনি। স্বীকৃত টি-টোয়েন্টিতে এই নিয়ে ৪৫ বার এমন অর্জন হলো তার।
টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ সেরা হওয়ার রেকর্ডে সাকিব যৌথভাবে আছেন তিনে। তার সঙ্গে আছেন রশিদ খান (৫০৪ ম্যাচ) ও আলেক্স হেলস (৫২৪ ম্যাচ)। সাকিব ৪৬৫ ম্যাচেই হলেন ৪৫ বার ম্যাচ সেরা।
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ক্রিস গেইল। ৪৬৩ ম্যাচে ৬০ বার সেরা হন তিনি। দুইয়ে আছেন যৌথভাবে কাইরন পোলার্ড ও গ্লেন ম্যাক্সওয়েল। দুজনেই সেরা হয়েছেন ৪৮ বার করে।
গেইলকে স্পর্শ করা সাকিবের জন্য হয়ত অসম্ভব, তবে পোলার্ড, ম্যাক্সওয়েলকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ তার আছে। এখনো বিশ্বের নানা প্রান্ত ঘুরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়াচ্ছেন বাংলাদেশের ইতিহাসের সফলতম ক্রিকেটার।


Comments