মেসির পর পিএসজি থেকে বিদায় নিচ্ছেন রামোসও

ছবি: ফেসবুক

লিওনেল মেসির পিএসজি ছাড়ার বিষয়টি নিশ্চিত হয়েছে আগেই। এবার আরও এক অভিজ্ঞ তারকা বিদায় বলে দিলেন ফরাসি ক্লাবটিকে। ক্লেঁমো ফুতের বিপক্ষে ম্যাচটি হবে প্যারিসিয়ানদের জার্সিতে সার্জিও রামোসেরও শেষ।

শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন স্প্যানিশ ডিফেন্ডার। সেখানে পিএসজিতে আর না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বকাপজয়ী ফুটবলার। দুই মৌসুম কাটানোর পর পার্ক দে প্রিন্সেসের দলটিতে নিজের অধ্যায়ের ইতি টানলেন তিনি।

২০২২-২৩ মৌসুমের ফরাসি লিগ ওয়ানের শিরোপা ইতোমধ্যে জিতে নিয়েছে পিএসজি। আগামীকাল শনিবার আসরের শেষ ম্যাচে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ঘরের মাঠে ক্লেঁমোর মুখোমুখি হবে তারা। এর আগে রামোস শোনান বিদায়ের বার্তা, 'আগামীকাল একটি বিশেষ দিন। আগামীকাল আমার জীবনের আরেকটি ধাপকে আমি বিদায় বলব, পিএসজিকে বিদায় (বলব)।'

ক্লেঁমোর বিপক্ষে ম্যাচটি দিয়ে পিএসজিকে বিদায় জানাবেন আর্জেন্টাইন মহাতারকা মেসিও। তার মতোই ২০২১ সালের গ্রীষ্মকালীন দলবদলে রামোস পাড়ি জমিয়েছিলেন ফ্রান্সে। বিনা ট্রান্সফার ফিতে তাকে দলে টেনেছিল পিএসজি। কারণ, রিয়াল মাদ্রিদের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। রামোস অবশ্য স্প্যানিশ লা লিগার পরাশক্তিদের হয়ে খেলা চালিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু তার কম বেতন নেওয়ার প্রস্তাব সত্ত্বেও চুক্তি নবায়ন করেনি রিয়াল।

পিএসজিতে কাটানো বছরগুলো ভীষণ উপভোগ করেছেন রামোস। দলের জন্য নিজের সামর্থ্যের সেরাটা ঢেলে দিয়েছেন বলে জানান তিনি, 'আমি জানি না ঠিক কতগুলো জায়গাতে একজন মানুষ নিজের ঘরের মতো অনুভব করতে পারে। তবে সন্দেহাতীতভাবে পিএসজি, (এই ক্লাবের) ভক্তরা ও প্যারিস (শহর) আমার জন্য তেমন কিছুই ছিল। তোমাদের ধন্যবাদকে জানাই অসাধারণ দুটি বছর দেওয়ার জন্য যেখানে আমি প্রতিটি প্রতিযোগিতায় খেলতে পেরেছি এবং নিজের সবটা উজাড় করে দিয়েছি।'

৩৭ পেরিয়ে যাওয়া রামোস পিএসজিতে জিতেছেন তিনটি শিরোপা। দুই মৌসুমেই লিগ ওয়ানে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ নিয়েছেন তিনি। গত বছর জিতেছিলেন ফরাসি সুপার কাপ। নঁতেকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়া ম্যাচে গোলও করেছিলেন তিনি।

তবে ক্লাব ক্যারিয়ারের ইতি এখনই টানছেন না রামোস। গত ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার তারকা মুখিয়ে আছেন নতুন কিছুর জন্য, 'আমি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করব।  আমি নতুন কোনো রং (জার্সি) গায়ে চড়াব। তবে তার আগে শেষবারের মতো (বলছি): এগিয়ে চলো পিএসজি।'

Comments

The Daily Star  | English
FY2026 Budget,

How the FY2026 budget can make a difference amid challenges

The FY2026 budget must be more than a mere fiscal statement.

21h ago