ঢাকায় আসছেন দি মারিয়া!

ঢাকায় আসছেন দি মারিয়া
ছবি: সংগৃহীত

তারকা ফুটবলার আনহেল দি মারিয়া আসবেন বাংলাদেশে। কলকাতাভিত্তিক ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী মে মাসের শেষদিকে বা জুন মাসের শুরুতে ঢাকায় পা রাখবেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ড।

৩৫ বছর বয়সী দি মারিয়া বর্তমানে খেলছেন পর্তুগিজ ক্লাব বেনফিকায়। উপমহাদেশে সফরের অংশ হিসেবে দেড় দিন করে ভারতের কলকাতায় ও বাংলাদেশের ঢাকায় সময় কাটাবেন তিনি।

সোমবার কলকাতা থেকে মুঠোফোনে দ্য ডেইলি স্টারকে শতদ্রু বলেছেন, 'দি মারিয়া আগামী ২০ মে থেকে ৫ জুনের মধ্যে কলকাতা ও ঢাকায় দেড় দিন করে অবস্থান করবেন।'

গত বছর বিশ্বকাপজয়ী আরেক আর্জেন্টাইন ফুটবলার এমিলিয়ানো মার্তিনেজ ও বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান খেলোয়াড় রোনালদিনহোকে ঢাকায় এনেছিলেন শতদ্রু। কিন্তু ওই দুটি সফরকে ঘিরে তৈরি হয়েছিল তীব্র বিতর্ক ও সমালোচনা। দুই তারকার সাক্ষাৎ পেতে সাধারণ জনগণ উপস্থিত হতে পারেন, এমন কোনো ইভেন্ট ছিল না। তাছাড়া, আয়োজনে ছিল নানা ধরনের অব্যবস্থাপনা।

তবে দি মারিয়ার আগমনের পর চিত্র ভিন্ন হবে বলে জানিয়েছেন শতদ্রু, 'এবারের সফরটি সম্পূর্ণ ভিন্ন হবে। আমি এবার নিজের কাঁধে দায়িত্ব নিয়েছি। দি মারিয়া যেন পর্যাপ্ত সংখ্যক মানুষের সঙ্গে মিথষ্ক্রিয়ায় অংশ নেন আমি তা নিশ্চিত করব।'

দি মারিয়ার সম্ভাব্য সফরসূচির বিষয়ে তিনি যোগ করেছেন, 'দি মারিয়া একটি স্টেডিয়ামে জনসাধারণের সামনে উপস্থিত হবেন, প্রশ্নোত্তর অনুষ্ঠানে অংশ নেবেন, নারী ফুটবলারদের সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দেবেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।'

Comments

The Daily Star  | English
bangladesh plans to join halal economy

Bangladesh eyes stake in $7 trillion global halal economy: Ashik Chowdhury

Industry people join Bangladesh-Malaysia Chamber-organised seminar to explore Bangladesh’s potential

1h ago