চার্লটন ও রুনির পর ১০০তম ম্যাচ গোলে রাঙালেন কেইন

ছবি: এক্স

ইংল্যান্ডের জার্সিতে ১০০তম ম্যাচ খেলার বিশেষ উপলক্ষটা দারুণভাবে রাঙালেন হ্যারি কেইন। স্মরণীয় পারফরম্যান্সে একবার নয়, দুবার জাল খুঁজে নিলেন তিনি। তার মাইলফলকের ম্যাচে ফিনল্যান্ডকে হারিয়ে নেশন্স লিগে টানা দ্বিতীয় জয় পেল থ্রি লায়ন্সরা।

মঙ্গলবার রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে 'বি' লিগের দুই নম্বর গ্রুপের ম্যাচে ২-০ গোলে জিতেছে ইংল্যান্ড। ম্যাচের দুটি গোলই আসে বিরতির পর।

৫৭তম মিনিটে ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ডের পাসে বল পেয়ে ডি-বক্সে ঢুকে জোরালো শটে জাল কাঁপান কেইন। এরপর ৭৬তম মিনিটে ননি মাদুয়েকে তাকে ডি-বক্সে খুঁজে নেওয়ার পর প্রথম ছোঁয়ায় গোল করেন বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার। ইংল্যান্ডের ইতিহাসে তৃতীয় ফুটবলার হিসেবে শততম ম্যাচে লক্ষ্যভেদ করলেন তিনি।

এই তালিকায় এর আগে ছিলেন মাত্র দুজন। ববি চার্লটন ১৯৭০ সালে নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ইংলিশ খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়েন। তার সঙ্গী হন ওয়েইন রুনি ২০১৪ সালে স্লোভেনিয়ার বিপক্ষে।

ম্যাচ শুরুর আগে কেইনকে স্মারক সোনালি টুপি উপহার দেওয়া হয় ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। ক্যারিয়ারের বিশেষ ম্যাচটি ৩১ বছর বয়সী তারকা খেলেন সোনালি বুট পায়ে।

ইংল্যান্ডের ইতিহাসের সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা কেইনের ১০০ ম্যাচে গোল বেড়ে হলো ৬৮টি। তার নামের পাশে অ্যাসিস্ট আছে ১৭টি।

অন্তর্বর্তী কোচ লি কার্সলির অধীনে দুই ম্যাচের দুটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে ইংলিশরা। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে শীর্ষে অবস্থান করছে গ্রিস। একই সময়ে শুরু হওয়া আরেক ম্যাচে আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে গ্রিকরা। আয়ারল্যান্ড ও ফিনল্যান্ডের পয়েন্ট শূন্য।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

4h ago