রিয়ালের সবচেয়ে সফল কোচ হওয়ার আনন্দে ভাসছেন আনচেলত্তি

Real Madrid

রিয়াল মাদ্রিদের ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়ের সঙ্গে বুধবার কার্লো আনচেলত্তির জন্য একটি বিশেষ মাইলফলক যুক্ত হয়েছে। ইতালীয় এই কোচ এখন ক্লাব ইতিহাসে সর্বাধিক ১৫টি ট্রফি জয়ের মাধ্যমে সবচেয়ে সফল কোচ হয়ে উঠেছেন।

কাতারের লুসাইল স্টেডিয়ামে বুধবার রাতে প্যাসুকা কে ৩-০ গোলে হারায় রিয়াল। গোল করেন দলের তিন বড় তারকা এমবাপে, রদ্রিগো আর ভিনিসিউস জুনিয়র।

সহজ এই জয়ের পর আনচেলত্তি প্রয়াত মিগুয়েল মুনোজকে ছাড়িয়ে গেলেন, যার সমান সংখ্যক ট্রফি তিনি আগস্টে আতালান্তার বিপক্ষে ইউরোপিয়ান সুপার কাপ জিতে অর্জন করেছিলেন।

'এতগুলো ট্রফি! আমি আনন্দিত, সত্যিই খুশি... এটা একটা সাফল্যের গল্প,'  স্প্যানিশ টেলিভিশন চ্যানেল টেলেসিনকোকে হাস্যমুখে বলেন আনচেলত্তি।

'আজ আমি খেলোয়াড়দের মনোভাব খুব পছন্দ করেছি। সামনে থেকে তারা পার্থক্য গড়ে তুলেছে, ভিনিসিয়াস জুনিয়র দারুণ খেলেছে। আক্রমণাত্মকভাবে আমরা ভালো করেছি।'

'আমাদের অনেক গুণ আছে। কিলিলিয়ান (এমবাপে) ভালো খেলেছে, রদ্রিগো দ্বিতীয় গোল করেছে... আমরা খুব খুশি কারণ আমরা দূরে গিয়ে ব্যস্ত সময়ের মাঝে একটি ট্রফি জিতেছি।'

৬৫ বছর বয়সী আনচেলত্তির বিশ্ব ফুটবলে সবচেয়ে স্বর্ণালী রেকর্ড রয়েছে।

তিন বছর আগে ক্লাবের কিংবদন্তি জিনেদিন জিদানের বিদায়ের পর দ্বিতীয়বার মাদ্রিদে ফিরে আসার সময় তিনি জানতেন যে তার একমাত্র লক্ষ্য হল রিয়ালের ট্রফি সংগ্রহ বাড়ানো এবং তিনি সেই লক্ষ্য পূরণ করেছেন।

তিনি ইংল্যান্ড, স্পেন, জার্মানি, ইতালি এবং ফ্রান্সের প্রতিটি শীর্ষ পাঁচটি লিগে ট্রফি জয়ী প্রথম কোচ হয়েছেন এবং তিন মৌসুমে রিয়াল মাদ্রিদকে দুটি চ্যাম্পিয়ন্স লিগ এবং লা লিগা ডাবল জিতিয়েছেন।

আনচেলত্তির রিয়াল মাদ্রিদের ট্রফিগুলোর মধ্যে রয়েছে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ টাইটেল, দুটি ক্লাব বিশ্বকাপ, তিনটি ইউরোপিয়ান সুপার কাপ, দুটি স্প্যানিশ লিগ টাইটেল, দুটি স্প্যানিশ কাপ, দুটি স্প্যানিশ সুপার কাপ এবং এখন একটি ইন্টারকন্টিনেন্টাল কাপ টাইটেল।

Comments

The Daily Star  | English
nahid-ctg

NCP attacked in Cox's Bazar for exposing the truth: Nahid

Hasnat says those who ruled Bangladesh in the past planned escape routes abroad

1h ago